রাসেল'স ভাইপার সাপ ও অন্যান্য বিষাক্ত প্রাণী থেকে বাঁচার দোয়া

 

রাসেল'স ভাইপার সাপ ও অন্যান্য বিষাক্ত প্রাণী থেকে বাঁচার দোয়া

রাসেল'স ভাইপার সাপ ও অন্যান্য বিষাক্ত প্রাণী থেকে বাঁচার দোয়া


বিষাক্ত পোকামাকড় ও যেকোনো হিংস্র প্রাণীর আক্রমণ থেকে রক্ষার দোয়া। এখানে দোয়াটি উল্লেখ করা হলো:

### দোয়া:
**أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ**

**উচ্চারণ:** _"আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিঃ শাররি মা খালাক্বা"_

**অর্থ:** আমি আল্লাহর প্রার্থনা করছি আল্লাহর সকল পূর্ণ কালামসমূহের উসিলায়, তাঁর সৃষ্টি সকল প্রাণীর অনিষ্টতা থেকে।

এই দোয়াটি সকাল-সন্ধ্যায় পড়লে ইনশাআল্লাহ, সকল প্রকার ক্ষতিকারক প্রাণী থেকে রক্ষা পাওয়া যাবে।

### সহীহ সূত্র:
এ দোয়াটি সহীহ মুসলিম, হাদিস নং ২৭০৮ এ উল্লেখিত আছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url