মোনাজাত করার সুন্নত | PUSHPKOLI
মোনাজাতের সুন্নত
১. মোনাজাতের শুরু এবং শেষে আল্লাহর প্রশংসা করা এবং নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরুদ পাঠ করা।
২. উভয় হাত সীনা বরাবর উঠানো।
৩. হাতের তালু আসমানের দিকে প্রশস্ত করে রাখা।
৪. হাতের আঙ্গলসমূহ স্বাভাবিক রাখা।
৫. দু'হাতের মধ্যে সামান্য পরিমাণ ফাঁকা রাখা।
৬. মন দিয়ে কাকুতি-মিনতি করে দোয়া করা।
৭. আল্লাহ তা'আলার নিকট দোয়ার বিষয়টি বিশ্বাস ও দৃঢ়তার সাথে বার বার চাওয়া।
৮. নিঃশব্দে দোয়া করা মুস্তাহাব। তবে দোয়া সম্মিলিতভাবে হলে এবং কারো নামাজে বা ইবাদতে বিঘ্ন সৃষ্টির আশঙ্কা না থাকলে স্বশব্দে দোয়া করাও জায়েয আছে।
৯. আল্লাহ তা'আলার প্রশংসা, সুবহানা রব্বিকা রব্বিল ইযযাতি শেষ পর্যন্ত পড়া, দরুদ শরীফ পড়া ও আমীন বলে দোয়া শেষ করা।
১০. মোনাজাতের পর দু'হাত দ্বারা মুখমণ্ডল নেয়া।