নিয়ত সম্পর্কে হাদিস | PUSHPKOLI
হাদীস শরীফ
وقال النبي صلى الله عليه وسلم: من حفظ على امتي اربعين حديثا في امر دينها بعثه الله فقيها وكنت له يوم القيامة شافعا وشهيدا
হযরত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান: আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি দ্বীনি বিষয়ে ৪০ টি হাদিস মুখস্ত করবে আল্লাহ তা'আলা তাকে ফকীহ হিসাবে উঠাবেন এবং কিয়ামতের দিবসে আমি তার জন্য সুপারিশকারী ও সাক্ষী হবো।
[ মিশকাত শরীফ ১/৩৬ ]
——: নিয়ত সম্পর্কে হাদিস :——
সহীহ নিয়ত করা-১
وقال النبي صلى الله عليه وسلم: اخلص دينك يكفيك العمل القليل
হযরত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: তোমরা দ্বীনকে খাঁটি করো, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে।
সহীহ নিয়ত করা-২
وقال النبي صلى الله عليه وسلم: انما الاعمال بالنيات
হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমলের প্রতিদান নিয়্যতের উপর নির্ভরশীল।
[বুখারী শরীফ ১/২]