নেক কাজ করলে দুনিয়াতে কি কি ফায়দা পাওয়া যায় | PUSHPKOLI

নেক কাজের ফায়দা সমূহ
( যেগুলো দুনিয়াতে পাওয়া যায় )


১. নেক কাজের দ্বারা দুনিয়াতে রিজিক বৃদ্ধি পায়।
২. নেক কাজের দ্বারা ইলমে বরকত হয়।
৩. নেক কাজের দ্বারা কষ্ট পেরেশানী দূর হয়।
৪. নেক কাজের দ্বারা নেক মাকসাদ গুলো সহজে পড়া হয়।
৫. নেক কাজের দ্বারা জিন্দেগি সুখের হয়।
৬. নেক কাদের দ্বারা রহমতের বৃষ্টি হয়।
৭. নেক কাজের দ্বারা বিভিন্ন বালা-মুসিবত দূর হয়।
৮. নেক কাজের দ্বারা আল্লাহ তাআলা সাহায্যকারী হন।
৯. নেক কাজের দ্বারা নেক লোকদের দিল কে মজবুত করার জন্য ফেরেশতাদেরকে হুকুম করা হয়।
১০. নেক কাজের দ্বারা খাঁটি ইজ্জত পাওয়া যায়।
১১. নেক কাজের দ্বারা মর্যাদা বৃদ্ধি পায়।
১২. নেক কাজের দ্বারা মানুষের দিলের মধ্যে আমল কারী প্রতি মোহাব্বত ঢেলে দেওয়া হয়।
১৩. নেক কাজের দ্বারা কোরআন শরীফ রোগ মুক্তির উসিলা হয়।
১৪. নেক কাজের দ্বারা লোকসানের উত্তম বদলা পাওয়া যায়।
১৫. নেক কাজের দ্বারা দিনদিন নেয়ামতসমূহ বাড়তে থাকে।
১৬. নেক কাজের দ্বারা মাল দৌলত বাড়ে।
১৭. নেক কাজের দ্বারা দিনের মধ্যে শান্তি আসে।
১৮. নেক কাজের দ্বারা ভবিষ্যত বংশধর এর মধ্যে ফায়দা পৌঁছে।
১৯. নেক কাজের দ্বারা জীবিত অবস্থায়ই গায়েবী সুসংবাদ পাওয়া যায়।
২০. নেক কাজের দ্বারা মৃত্যুর সময় ফেরেশতারা সুসংবাদ শোনায়।
২১. নেক কাজের দ্বারা প্রয়োজনের সময় মদদ পাওয়া যায়। যেমন, সালাতুল হাজতের দ্বারা।
২২. নেক কাজের দ্বারা দিলের দ্বিধা দূর হয়। যেমন, এস্তেখারার নামাজের দ্বারা।
২৩. এক কাদের দ্বারা রাজত্ব স্থায়ী হয়।
২৪. নেতাদের দ্বারা আল্লাহ তায়ালার গজব কমে যায়। যেমন, দান-খয়রাতের দ্বারা।
২৫. নেক কাজের দ্বারা হায়াত বাড়ে।
২৬. নেক কাজের দ্বারা অভাব ও অনাহার থেকে মুক্তি পাওয়া যায়।
২৭. নেক কাজের দ্বারা অল্প জিনিসে বরকত বেশি হবে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url