ঐতিহাসিক তাওবার কাহিনী | এক মহিলাকে দেখার কারণে তওবা | PUSHPKOLI

এক মহিলাকে দেখার কারণে তওবা


আবু ওমর বিন আলওয়ান বলেন, একদা আমি এক প্রয়োজনে বাড়ির বাইরে যাই। রাস্তা দিয়ে একটি জানাজা যেতে থাকলে আমিও তার জানাজার নামাজ পড়ার উদ্দেশ্যে জানাজার পিছু পিছু রওনা হই। জানাজা শেষে তারপর তাকে দাফন করতে নিয়ে গেলে আমিও মানুষের সাথে সাথে যাই। হঠাৎ আমার চোখ পড়ে এক মহিলার প্রতি। মহিলার মুখমন্ডল খোলা ছিল। অনিচ্ছাকৃতভাবে এ নজর পড়ে। কিন্তু পরে তার দিকে আরেকবার তাকাই। পরে গুনাহের কথা মনে পড়তেই ইন্নালিল্লাহ....পড়ি এবং ইস্তেগফার করতে করতে বাড়ি ফিরে আসি‌। পথে এক ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হলে সে আমাকে বলে, তোমার মুখে কি হয়েছে..? কালো কালো দেখাচ্ছে কেন..? লোকের কথা বিশ্বাস না হলেও বাড়ি এসে আয়না ধরে দেখি, বাস্তবে আমার চেহারায় পূর্বের উজ্জ্বল্য আর নেই; হালকা কালো আবরণ পড়েছে যেন সারা মুখে! চিন্তা করতে থাকলাম, এটা কিভাবে হলো..? পরে মনে পড়ে ঐ মহিলার প্রতি একবার তাকানোর কথা। আমার স্থির বিশ্বাস হয় যে, গুনাহের কালিমারই প্রতিবিম্ব পড়েছে আমার চেহারায়। আমি চল্লিশ দিন পর্যন্ত এর জন্য ইস্তিগফার ও তওবা করতে থাকি। অতঃপর আমার মনে শায়েখ জুনায়েদ বাগদাদী (র.) এর সাথে সাক্ষাতের স্পৃহা জাগে। একদিন সত্যিই বাগদাদের উদ্দেশ্যে রওনা হই এবং অনেক পথ পাড়ি দিয়ে বাগদাদে এসে পৌঁছি। শায়েখ বাগদাদীর কক্ষের দরজায় গিয়ে কড়া নাড়া দিলে তিনি ভিতর থেকে বলেন, আবু ওমর এসেছে..? ভালো করেছ। ভিতরে এসো। তোমার গুনাহ হয়েছিল রাস্তায় আর ক্ষমা হলো বাগদাদে এসে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url