প্রতিবেশীদের হক সমূহ | PUSHPKOLI

প্রতিবেশীদের হক সমূহ

১. আবদার করলে সাহায্য সহযোগিতা করা।
২. ঋণ চাইলে, সম্ভব হলে তা প্রদান করা।
৩. অসুস্থ হলে সেবা-শুশ্রূষা করা।
৪. অভাবী হলে আর্থিকভাবে তার উপকার করা।
৫. তার কারণে কোনোরূপ কষ্ট পেলে (যেমন গরু-বাছুর, হাঁস-মুরগি বা ছেলে মেয়ে ধরা কোন কিছু নষ্ট বা ক্ষতি হলে) সবার করা।
৬. প্রতিবেশীর বিবি, সন্তানাদি ও জীবজন্তুর হেফাজত করা।
৭. প্রতিবেশীর খুশির বিষয় নিজেও খুশি প্রকাশ করা।
৮. প্রতিবেশীর কোন দুঃখের বিষয় হলে সমবেদনা প্রকাশ করা।
৯. বিশেষ কোন রান্না-বান্না বা ফল-ফলাদির ব্যবস্থা হলে প্রতিবেশীকেও তা থেকে
 কিছু হাদিয়া দেয়া। সম্ভব না হলে গোপনে সেগুলি বাড়ি এবং নিজের সন্তানেরা যেন তা নিয়ে বাইরে না যায়, যাতে প্রতিবেশীর সন্তানেরা তা দেখে কষ্ট না পায়- এ ব্যাপারে যত্নবান থাকা।
১০. মৃত্যুবরণ করলে তার জানাজায় অংশ নেয়া।
১১. প্রতিবেশীর সঙ্গে সমঝোতা ব্যতীত উঁচু দেয়াল বা ইমারত বানিয়ে তার বাতাস বন্ধ করে না দেয়া।
১২. প্রতিবেশীর অনুমতি ব্যতীত তার বাড়ির আশপাশে ময়লা আবর্জনা ফেলে তাকে দুর্গন্ধে কষ্ট না দেয়া।
—ফাতহুল মুলহিম-১
১৩. প্রতিবেশীকে কোন রকমের কষ্ট দেয়া যাবে না; বরং যেভাবে হোক তার উপকার করার চেষ্টা করা।
১৪. নিজে পেট ভরে খাবে, আর প্রতিবেশী উপায় থাকবে, এটা বড়ই নিষ্ঠুরতা।
—বাইহাকী
১৫. তাকে কষ্ট না দেয়া। ছোটখাট ব্যাপার নিয়ে বাড়াবাড়ি না করা। প্রতিবেশীকে কষ্ট দূর করার নিমিত্ত শরীয়ত তার জন্য "হককে শুফ'আ" এর বিধান দিয়েছে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url