পিতা-মাতার দায়িত্বে সন্তানের হক | PUSHPKOLI

পিতা-মাতার দায়িত্বে সন্তানের হক

সন্তানের দায়িত্বে যেমন মা-বাবার হক রয়েছে তেমনি মা বাবার দায়িত্বেও সন্তানের কিছু হক রয়েছে, যেমন :

১. সতী-সাধ্বী ও চরিত্রবান মহিলাকে বিবাহ করা যাতে তার গর্ভে সুসন্তান জন্মলাভ করে।
২. শিশুকালে যত্ন ও স্নেহ মমতার সাথে সন্তানদেরকে লালন-পালন করা। এর অনেক ফজিলত রয়েছে।
বিশেষত: কন্যা সন্তানের লালন-পালনের ব্যাপারে মনে কোন সংকোচ দেখা না দেয়া। কন্যা সন্তান লালন-পালনের ফজিলত অপরিসীম। ধাত্রীর দুধ পান করাতে হলে চরিত্রবান ও দ্বীনদার ধাত্রী খুঁজে নেওয়া। কেননা শিশুদের চরিত্র গঠনে দুধের প্রভাব অবশ্যই পড়ে থাকে।
৩. দ্বীনি ইলেম ও আদব শিক্ষা দেয়া।
৪. বিবাহের বয়স হলে অবিলম্বে বিবাহ দেওয়া। বিবাহিতা কন্যার যদি স্বামী মারা যায়, তাহলে দ্বিতীয় বিবাহ হওয়া পর্যন্ত নিজের ঘরে তাকে সুখে স্বাচ্ছন্দে থাকতে দেয়া এবং প্রয়োজনীয় ব্যয়ভার বহন করা।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url