মুসাফাহার সুন্নত ও আদব সমূহ | PUSHPKOLI
মুসাফার সুন্নত ও মুয়ানাকার আদব সমূহ
হযরত ইবনে মাসউদ (রাযি.) বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ নকল করেন যে, সালামের পরিপূর্ণতা হলো মুসাফাহা।
—তিরমিযী
হযরত বারা (রাযি.) বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুই মুসলমান পরস্পর মিলিত হয় এবং মোসাফাহা করে তারা পৃথক হওয়ার পূর্বে উভয়ের গুনাহ মাফ করে দেয়া হয়।
—আবু দাউদ
১. মুসাফাহা করা সুন্নত। সাক্ষাতের প্রাক্কালে মুসাফাহা করতে হয়। বিদায়ের সময় ও মুসাফাহা হতে পারে। মুসাফাহার দোয়া—
يغفر الله لنا ولكم
উচ্চারণ: ইয়াগফিরুল্লাহ লানা ওয়ালাকুম।২. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, আল্লাহর দুই বান্দা যারা পরস্পর কেবল আল্লাহর জন্য মহাব্বত রাখে, তারা যখন মুসাফাহা করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উপর দুরুদ পড়ে, তারা একে অপর থেকে পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ তা'আলা তাদের অতীত এবং ভবিষ্যতের গুনাহ মাফ করে দেন।
৩. উভয় হাত যুগে মুসাফাহা করা সুন্নত। অনুন্যোপায় অবস্থা ব্যতীত এক হাতে মুসাফাহা করা সুন্নতের খেলাফ এবং তাকাব্বুর তথা অহংকারের আলামত।
৪. মুক্ত হাতে মুসাফাহা করা সুন্নত।
৫. মুসাফাহার পর নিজের হাতে চুমু দেয়া বা নিজের হাত বুকের উপর ফেরানো সুন্নতের খেলাফ ও বিদআত।
৬. কারো সঙ্গে এমন সময় মুসাফাহার জন্য হাত বাড়াবে না, যখন সে কোন কাজ ব্যস্ত থাকে।
৭. মুসাফাহা করতে গিয়ে কাউকে কষ্ট দেওয়া অনুচিত।
মুয়ানাকার আদব সমূহ
১. ওয়ানাকাকারী উভয়ে ডান গলা মিলাবে।
২. মুয়ানাকা শুধু একদিকেই, তিনবার সুন্নতের খেলাফ।
৩. মুয়ানাকার দোয়া—
اللهم زد محبتي لله ورسوله
উচ্চারণ: আল্লাহুম্মা যিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রসূলিহী।৪. ঈদের দিনের কোলাকুলির প্রথা বিদআত।
মুয়ানাকার দুআ কি হাদীসে এসেছে?