গুনাহের কাজ প্রকাশ করাও গুনাহ | PUSHPKOLI

গুনাহের কাজ প্রকাশ করাও গুনাহ

وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي معافى إلا المجاهرون وان من المجانة ان يعمل الرجل بالليل عملا ثم يصبح وقد ستره الله فيقول يا فلان عملت بالبارحة كذا و كذا و قد بات يستره ربه ويصبح يكشف

হযরত আবু হুরায়রা (রাযি.) হতে বর্ণিত, তিনি বলেন: নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন–
আমার সকল উম্মতের সুস্থ (ক্ষমাযোগ্য) কিন্তু যারা প্রকাশ্যে করে। অতঃপর রাত্রি হওয়ায় প্রকাশ্যে বলে বেড়ায় হে অমুক! হে অমুক! আমি রাত্রিকালে অমুক অমুক কাজ করেছি। অথচ আল্লাহ্ তা'আলা তার গুনাহের কাজটি গোপন করেছিলেন। প্রভাত হতে না হতেই আল্লাহর পর্দাটি ছিন্নভিন্ন করে তা প্রকাশ করে ফেলল।

কিছু কিছু লোক এমন আছে যারা নির্জনে পাপ কর্ম করে অতঃপর বন্ধু-বান্ধবকে বলে বেড়ায় যে, আমি এরূপ এরূপ করেছি। তারা পাপ প্রকাশ কে গৌরব ও বাহাদুরী কাজ মনে করে। ইহা দুঃসাহস ও চরম বেপরোয়াভাব বৈ আর কিছু নহে। যা বিদ্রোহের উপর বিদ্রোহ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url