আল্লাহ তা'আলার নামের সম্মানে পুরস্কার | PUSHPKOLI

আল্লাহ তা'আলার নামের সম্মানে পুরস্কার 

হযরত বিশর ইবনে হাফি (রহ.) যৌবনে পুলিশের একজন সাধারণ সদস্য ছিলেন। আখলাক-চরিত্র তেমন একটা ভালো ছিল না। একদিন বাড়ি থেকে কোথাও যাচ্ছিলেন। রাস্তায় চলার সময় একখানা কাগজের টুকরা পড়ে থাকতে দেখে তিনি তা হাতে নিয়ে দেখলেন যে, তাতে আল্লাহ তা'য়ালার নাম লেখা আছে। তিনি কাগজখানা স্বযত্নে উঠিয়ে বাজার থেকে দামি কাপড়,আতর, খুশবু খরীদ করে ঘরে গিয়ে পাক-পবিত্র হয়ে "আল্লাহ" লিখা কাগজের টুকরাখানা ঐ দামি কাপড় দিয়ে মুড়িয়ে আতর, খুশবু মেখে ঘরের মধ্যে উঁচু স্থানে মর্যাদার সাথে রেখে দিলেন। সেই রাতে ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন এক নূরানী চেহারা বিশিষ্ট এক বুজুর্গ তাকে লক্ষ্য করে বলছেন, তুমি দিনের বেলায় আল্লাহ তা'আলার নাম লিখিত কাগজ কে সম্মান ও আদব প্রদর্শন করেছো এর বদলা হিসাবে আল্লাহপাক তোমাকে সমস্ত জগৎবাসীর নিকট সম্মানিত করবেন। যার নিদর্শন হিসাবে ঐ যুগে ইমাম আহমদ ইবনে হাম্বল (রহ.) এর সোহবতে যেতেন। আল্লাহ তা'আলার নামের সম্মান ও আদবের খাতিরে হযরত বিশরে হাফী (রহ.) কে আল্লাহপাক সেই যুগের শ্রেষ্ঠ বুজুর্গ ও সম্মানিত ব্যক্তি হিসেবে অধিষ্ঠিত করেন। কুরআনে কারীমের প্রতি অভক্তি ও বেয়াদবীর পরিণামে আল্লাহ তা'আলার আযমত, মুহাব্বত অন্তর থেকে শূন্য হয়ে যায়, সাথে সাথে আল্লাহ তা'আলার হুকুম-আহকামের মর্যাদা ও গুরুত্ব হ্রাস পেতে থাকে। গুনাহের প্রতি ঘৃণাবোধ ও ডর-ভয় থাকে না। পরিমাণে নির্বিঘ্নে গুনাহ করতে থাকে, ব্যক্তি ও সামাজিক জীবনে দুনিয়া ও আখেরাতে ধ্বংস ও বরবাদী নেমে আসে, মানুষের নিকট তার কোন ইজ্জত সম্মান থাকে না।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url