কিছু কুফরী আকীদা ও কাজ | PUSHPKOLI

কিছু কুফরী আকীদা ও কাজ

এমন কতগুলো কাজ আছে যা দ্বারা কাফের হয়ে যায় আবার কতগুলো দ্বারা কাফের হয় না কিন্তু মারাত্মক গুনাহ হয়।

১. কোন মুসলমানকে কাফের বলে বিশ্বাস করা।
(ফাতওয়ায়ে শামী-৪/৬৯)

২. আল্লাহর শাসনে এমন আকীদা পোষণ করা যা মানুষের সাথে সম্পৃক্ত। যেমন, সন্তানাদি হওয়া ইত্যাদি।
(সূরা ইখলাস)

৩. হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে শেষ নবী বিশ্বাস না করা বা এর অপব্যাখ্যা করা।
(শরহুল আকায়িদ ১২৯-১৩০)

৪. দ্বীনের কোন বিষয়ে হেয় ও তুচ্ছ প্রতিপন্ন করা। ঠাট্টা করা ইত্যাদি।
(ফতোয়ায়ে শামী ৫/৪৭৪)

৫. আহলে ইলম তথা ওলামায়েকেরাম কে হেয় ও তুচ্ছ জ্ঞান করা।

৬. দ্বীনের অকাট্য ও সর্বসম্মত বিষয়ে মনগড়া ব্যাখ্যা করা।
(ইকফারুল মুলহিদীন ৭৩)

৭. উম্মতের সর্বসম্মত সিদ্ধান্তকে অস্বীকার করা।
(ফতোয়ায়ে শামী ৪/২২৩)

৮. আম্বিয়ায়ে কেরামের মধ্যে কাউকে গালী দেওয়া বা তুচ্ছ-তাচ্ছিল্য করা।
(ফতোয়ায়ে শামী ২৩১)

৯. সাহাবায়ে কেরামকে গালী দেওয়া বিশেষ করে শাইখাইন তথা হযরত আবু বকর (রাযি.) ও হযরত ওমর (রাযি.) কে গালি দেওয়া।
(ফতওয়ায়ে শামী ৪/২৩৬-২৩৭)

১০. আয়েশা (রাযি.) এর প্রতি অপবাদ দেয়া।
(ফাতওয়ায়ে শামী ৪/১৩৭)

১১. কোন অকাট্য হারামকে হালাল করা।

১২. কাফেরদের শিআরকে (নির্দেশকে) সম্মান করা। (আদদুররুল মুখতার ৬/৭৫৪)

১৩. হাসি, মজাক দা ঠাট্টা করে হলেও কালিমায়ে কুফর মুখে উচ্চারণ করা।
(ইকফারু মুলহিদীন ২২৫)

১৪. গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ ইত্যাদি তন্ত্রে বিশ্বাসী হওয়া।

এ জাতীয় আরো অনেক এমন কথা আবার কাজ রয়েছে যার কোনটা দ্বারা মানুষ কাফের হয়ে যায়। আবার কোনটা দ্বারা কাফের তো হয় না কিন্তু মারাত্মক গুনাহ হয়।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url