ঐতিহাসিক ইসলামিক কাহিনী | বালিকার তওবার গল্প | PUSHPKOLI

 এক বালিকার তওবার গল্প 

আবু শুয়াইব নামক এক ব্যক্তি বুরাছী নামক এক পল্লীতে বসবাস করতেন। সেখানে এক ছোট কুঁড়ে ঘরে তিনি আল্লাহর ইবাদতে রাত-দিন লিপ্ত থাকতেন। একদিন তার গরিব কুঁড়ে ঘরের পাশ দিয়ে এক দুনিয়াদার বালিকা অতিক্রম করে। মেয়েটি যথেষ্ট বড়লোক এবং পল্লীতেই বিলাসিতার মধ্য দিয়ে সে লালিত-পালিত হয়। আবু শুয়াইবের প্রতি তার চোখ পড়লে মেয়েটি অত্যন্ত প্রীত হয়। সে তাকে ভালবেসে ফেলে এবং তার সান্নিধ্য পেতে যাওয়ার দৃঢ় সংকল্প গ্রহণ করে।

একদিন মেয়েটি দুরু দুরু বুকে ত্রস্তপদে আবু শোয়াইব এর সামনে মূর্তির মতো গিয়ে দাঁড়িয়ে এবং অকপটে তার ইচ্ছার কথা জানিয়ে বলে, আমি আপনার খাদেমা হতে চাই। অনুগ্রহপূর্বক আমাকে গ্রহণ করে ধন্য করুন। আবু শুয়াইব তার ইচ্ছার বিরুদ্ধে দেখে প্রথমে খানিকটা বিচলিত হলেও পরে চিন্তা ভাবনা করে বললেন, তোমাকে আমি আনতে হলে বিলাসী জীবন পরিহার করতে হবে। মাটির মানুষ হয়ে থাকতে হবে। এটা তোমার জন্য একটি পরীক্ষা।এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মধ্য দিয়ে তোমাকে দেখতে হবে যে, তুমি আমার সঙ্গ লাভের যোগ্য কি না..?

মেয়েটি পূর্ব হতেই মানসিক ভাবে প্রস্তুত ছিল। আবু শুয়াইবের কোথায় সে মূল্যবান গাত্রবরণ অলংকার খুলে ছুঁড়ে ফেলে এবং সাধারণ পোশাক পড়ে নেয়। আবু শোয়াইব এই পরিবর্তনে খুশি হন এবং তাঁকে বিবাহ করে নেন। বিবাহের পর মেয়েটি আবু শুয়াইবের কুঠুরিতে গেলে সেখানে চুলভরা একটি তোষক দেখতে পায়। আবু শুয়াইব মাটির ঠান্ডা থেকে বাঁচতে এই তোষকটি পিঠের নিচে বিছিয়ে নিদ্রা যেতেন। মেয়েটি দুনিয়া থেকে এমন ভাবে তওবা করেছিলেন যে, সে তোষকটি দেখে স্বামীকে বলে, এখান থেকে তোষকটি উঠিয়ে না ফেরা পর্যন্ত আমি এখানে থাকবো না। কারণ আমি আপনাকে বলতে শুনেছি, জমিন ডেকে বলে,"হে মানুষ! আজ তুমি আমার ও তোমার মাঝে ব্যবধান সৃষ্টি করছে বিছানা, তোষক, জাজিম ইত্যাদির দ্বারা। অথচ দু'দিন পরেই তোমাকে আমার গর্ভে (কবরে) আসতে হবে, সেদিন তো আমার ও তোমার মাঝে কোন অন্তরায় থাকবে না।" তাহলে কোন কারণে আপনার ও যমীনের মাঝে অন্তরায়ের এই ব্যবস্থা..? আবু শুয়াইবের স্ত্রী হিসেবে ঐ কুঠিরে অবস্থান করে এবং স্বামীর মতো নিজেও দিন-রাত আল্লাহর ইবাদতে অতিবাহিত করে। মৃত্যু পর্যন্ত তারা এভাবেই নিজেদেরকে আল্লাহর ইবাদতে উৎসর্গ করে দেয়।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url