রাসূলের মেরাজ স্বশরীরে ছিল না স্বপ্নযোগে..? | PUSHPKOLI
প্রশ্ন: রাসূলের মেরাজ স্বশরীরে ছিল,
না স্বপ্নযোগে..?
উত্তর: হুজুর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর মেরাজ জাগ্রত অবস্থায় স্বশরীরে হয়েছিল। তবে এছাড়া অন্য সময় হুজুরের স্বাপ্নিক মেরাজও হয়েছে। যার বর্ণনা হাদীস শরীফে এসেছে। তথাপি কতিপয় লোক রাসুলের শরীরের মিরাজকে কিছু ভ্রান্তন্ত যুক্তি-তর্কের মাধ্যমে অস্বীকার করার চেষ্টা করে। যা আদৌ সঠিক নয়। মূলত প্রসিদ্ধ মিরাজ স্বশরীরে হওয়ার ব্যাপারে কোরআনের আয়াত ও অনেক সহীহ হাদিস সহ বিভিন্ন দলিল রয়েছে।
তন্মধ্যেঃ
১. রুহানী মিরাজ কোনো আশ্চর্যের বিষয় নয়। বরং শারীরিক মিরাজই আশ্চর্যের বিষয়। এদিকে ইঙ্গিত করে আল্লাহ তা'আলা উক্ত ঘটনার বর্ণনার শুরু করেছেন 'সুবহানা, শব্দ দিয়ে। তাছাড়া উক্ত আয়াতে ' বি আদিহী ' (অর্থাৎ, নিজের বান্দাকে) শব্দ রয়েছে। যা মিরাজ স্বশরীরে হওয়ার প্রমাণ বহন করে।
২. মিরাজ যদি স্বাপ্নিক হতো তাহলে কেউ মুরতাদ হতো না। কারণ স্বপ্নের কোন কিছুকে কেউ অস্বীকার করে না।
৩. স্বশরীরে মিরাজ হওয়ার ব্যাপারে উম্মতের ইজমা রয়েছে।অতএব প্রসিদ্ধ মিরাজকে রুহানি বা স্বাপ্নিক বলে ব্যক্ত করার কোন অবকাশ নেই।
(শরহে যুরকানী ৮/১৩৮)