পিতা - মাতার হক | PUSHPKOLI

পিতা - মাতার হক

পিতা - মাতার হক জানা এবং সন্তানের তা পালন করা একান্ত কর্তব্য। পিতা - মাতার হক ১৪টি। জীবিত অবস্থায় ৭টি, মৃত্যুর পরে ৭টি।

জীবিত অবস্থায় ৭ টি:
১. পিতা-মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া।
২. মনে প্রাণে মুহাব্বত করা।
৩. সর্বদা তাঁদেরকে মেনে চলা।
৪. তাঁদের খেদমত করা।
৫. তাঁদের প্রয়োজন (জরুরত) পুরা করা।
৬. সর্বদা তাঁদের আরাম পৌঁছানোর চিন্তা ভাবনা (ফিকির) করা।
৭. নিয়মিত তাঁদের সাথে সাক্ষাৎ বা দেখাশুনা করা।

মৃত্যুর পর ৭ টি:
১. তাঁদের মাগফিরাতের জন্য দু‘আ করা।
২. সওয়াব রেসানী করা।
৩. তাঁদের সাথী-সঙ্গী ও আত্মীয়-স্বজনদের সম্মান করা।
৪. সাথী-সঙ্গী ও আত্মীয়-স্বজনের সাহায্য-সহায়তা করা।
৫. ঋন পরিশোধ ও আমানত আদায় করা।
৬.তাঁদের শরীয়তসম্মত অসিয়ত পূর্ণ করা।
৭. মাঝে মাঝে তাদের কবর যিয়ারত করা।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url