দুরুদের ফজিলত | দুরুদ পাঠ কারীর প্রতি জিবরাইলের সুসংবাদ | PUSHPKOLI
দরূদ পাঠকারীর জন্য জিবরাঈলের সুসংবাদ
হযরত আবু তালহা আনসারী (রাযি.) বলেন,একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আনন্দিত ছিলেন তার নূরানী চেহারা আনন্দের ঝলক পরিলক্ষিত হচ্ছিল। অবস্থিত লোকেরা এর কারণ জানতে চাইলে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ধারণা সঠিক, কেননা আমার নিকট আজ জিব্রাইল (আ.) এসেছেন এবং বলেছেন,আপনার রব আপনাকে এই মর্মে সংবাদ দিয়েছেন যে, হে মোহাম্মদ! আপনি কি এতে খুশি নন যে আপনার উম্মতের মধ্যে যদি কেউ আপনার প্রতি একবার দরুদ পাঠ করে আল্লাহ পাক তার প্রতি দশবার দরুদ প্রেরণ করবেন। (অর্থাৎ রহমত বর্ষণ করেন) আর যে আপনার প্রতি একবার সালাম প্রেরণ করবে আল্লাহ তা'আলা তাঁর প্রতি দশবার সালাম প্রেরণ করবেন।
—সহীহু ইবনে হিব্বান-৩/১৯৬, হাদিস নং ৯১৫