কুফরীর সংজ্ঞা ও প্রকারভেদ | PUSHPKOLI

কুফরীর সংজ্ঞা ও তার প্রকারভেদ

কুফরীর সংজ্ঞা:
আল্লাহ তা'আলার পক্ষ থেকে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যত বিধি-বিধান হাসিল করেছেন এবং অকাট্য দলীল দ্বারা প্রমাণিত হয়েছে তার কোন বিষয় সম্বন্ধে অন্তরে সন্দেহ পোষণ করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, ঠাট্টা বিদ্রুপ করা।
(ফতোয়ায়ে শামী-৪/২২৩)

উল্লেখিত কাজের দ্বারা ঈমান নষ্ট হয়ে গেলে তার পিছনের জীবনের সকল ইবাদত বন্দেগী ও আমল নষ্ট হয়ে যায়, এবং বিবাহিত হলে তার বিবাহ বাতিল হয়ে যায়। আল্লাহ না করুন এ অবস্থা কারো হলে তার জন্য জরুরী হলো, নতুনভাবে কালিমা পড়ে তওবা-ইস্তেগফার করে পুনরায় ঈমান আনয়ন করে নেয়া। এবং বিবাহিত হলে বিবাহও দুহরায়ে নেয়া।

কুফরের প্রকারভেদ:
১. কুফরে ইনকার: অন্তর এবং যবান উভয়ের মাধ্যমে কোন দ্বীনি বিষয়কে অস্বীকার করা। যেমন–মক্কার কাফের সম্প্রদায়।

২. কুফরে জুহুদ: অন্তরে বিশ্বাস রাখা কিন্তু মুখে অস্বীকার করা। যেমন–মদিনায় ইয়াহুদ সম্প্রদায়।

৩. কুকুরে ইনাদ: অন্তরে দ্বীনকে বিশ্বাস করে এবং মুখেও স্বীকার করে, কিন্তু ইসলামের হুকুম আহকামকে মান্য করে না, অন্যান্য দ্বীন বাতিল হয়ে গেছে তা বিশ্বাস করে না। যেমন–আদমশুমারীর অনেক নামধারী মুসলমান যারা কখনো সহীহ দ্বীনি পরিবেশে আসে না।

৪. কুফরে যানদাকাহ: বাহ্যিকভাবে দ্বীনের সবকিছু স্বীকার করে, কোন বিষয়ে অস্বীকার করে না কিন্তু দ্বীনের কোন বিষয়ে এমন ব্যাখ্যা প্রদান করে যা উম্মতের ইজমা পরিপন্থী। যেমন–কাদিয়ানী গণ নবুওয়াতের ভুল ব্যাখ্যা করে তাদের ভণ্ড নবীকে প্রমাণ করার প্রচেষ্টা চালায়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url