চাঁদ দেখা নিয়ে কমিটি কেমন হওয়া উচিত | PUSHPKOLI

চাঁদ দেখা নিয়ে কমিটি কেমন হওয়া উচিত

ক. বর্তমান বাংলাদেশের চাঁদ দেখা কমিটিতে কিছু আলেম থাকলেও কোন বিজ্ঞ মুফতি (যিনি কোনো নির্ভরযোগ্য ফাতওয়া বিভাগ পরিচালনা করেন) আছেন বলে আমাদের জানা নেই। আর দু' একজন যারা আছেন, তাদের কোথাও অনেক ক্ষেত্রে গ্রহণ করা হয় না। সুতরাং এ ধরনের হেলাল কমিটির সিদ্ধান্ত গ্রহণ যোগ্য নয়। সরকারের যদি জটিলতা এড়ানোর সদিচ্ছা থাকে তাহলে এক বা একাধিক এ ধরনের মুফতিকে চাঁদ দেখা কমিটির শুধু সদস্যই নয় বরং তাদেরকে আমীরে ফয়সাল নিযুক্ত করতে হবে।
(ফতোয়ায়ে মাহমুদিয়া ১৭/১৪৮)

খ. শুধু ডিসিদের উপর ভিত্তি না রেখে প্রত্যেক জেলার বড় মাদ্রাসার দায়িত্বশীলকে সাক্ষ্য-প্রমাণ গ্রহণ ও সিদ্ধান্ত গ্রহণ করে তার খবর দেয়ার জন্য দায়িত্ব দিতে হবে।

গ. চাঁদ দেখা কমিটি বর্তমানে যেভাবে চাঁদ দেখার প্রচার করেন তা শরীয়ত সম্মত হয় না এবং শরীয়তের দৃষ্টিতে তা মান্য করার জন্য জরুরী হয় না।সুতরাং কোন কোন এলাকা থেকে কে কে চাঁদ দেখেছেন কোন দায়িত্বশীল ব্যক্তি তাদের স্বাক্ষ্য গ্রহণ করে রোজা ও ঈদের ফয়সালা করেছেন তা উল্লেখ করে চাঁদ দেখার ঘোষণা দিতে হবে।

ঘ. সর্বোপরি চাঁদ দেখা না গেলে সম্ভাব্য সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। তড়িঘড়ি করে সিদ্ধান্ত দেয়া বন্ধ করতে হবে। বলতে হবে এখনো শরীয়ত সম্মত ভাবে চাঁদ দেখার সংবাদ পাওয়া যায়নি। আপনার অপেক্ষা করুন। কারণ সারা দেশ থেকে এত অল্প সময়ে শরীয়ত সম্মতভাবে খবর সংগ্রহ করা সম্ভব নয়।

ঙ. যারা চাঁদ দেখার সংবাদ দেয় তাদের খবর গুরুত্ব সহকারে শুনতে হবে। বিবেচনা করতে হবে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url