দলীল সহ নখ কাটার সুন্নাত সমূহ | PUSHPKOLI

নখ কাটার সুন্নাত সমূহ


১. সপ্তাহে একবার নখ কাটা।
(শরহুস সুন্নাহ হাদিস নং-৩০৯০)

২. শুক্রবার জুমু'আর নামাজে যাওয়ার পূর্বে নখ কাটা।
(শরহুস সুন্নাহ হাদীস নং-৩০৯১)

৩. উভয় হাত (মুনাজাতের আকৃতিতে ধরে) ডান হাতের শাহাদাত আঙ্গুল থেকে আরম্ভ করে ধারাবাহিকভাবে বাম হাতের বৃদ্ধাঙ্গুলির নখ কেটে শেষ করা। অতঃপর সর্বশেষে ডান হাতের বৃদ্ধাঙ্গুলীর নখ কাটা।
(ফতোয়ায়ে শামী-৬/৪০৬, 
 ফতোয়ায়ে আলমগীরী-৫/৩৫৮)

৪ ডান পায়ের কনিষ্ঠাঙ্গুলী থেকে শুরু করে ধারাবাহিকভাবে বাম পায়ের কনিষ্ঠাঙ্গুলীর নখ কেটে শেষ করা।
(ফতোয়ায়ে শামী-৬/৪০৬)
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url