মেরাজের শিক্ষা ও নসীহত | PUSHPKOLI

শবে মেরাজের শিক্ষা ও নসীহত


মেরাজের রাত্রে হুযুর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এবং তাঁর উম্মতকে তিনটি জিনিস হাদিয়া দেওয়া হয়।

১. এই উম্মতের যে কোনো ব্যক্তি শিরেকমুক্ত ঈমান নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে আল্লাহ তা'য়ালা তাকে চিরকাল আজাব দিবেন না। বরং তাকে একদিন অবশ্যই স্থায়ী জান্নাতে প্রবেশ করাবেন এবং চিরকালের জন্য জান্নাতের আরামে রাখবেন।
২. পাঁচ ওয়াক্ত নামাজ। যে ব্যক্তি এই পাঁচ ওয়াক্ত নামাজকে গুরুত্ব সহকারে আদায় করবে আল্লাহ তা'আলা তাকে পঞ্চশ ওয়াক্তের সওয়াব দিবেন এবং নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করাবেন।

৩. সূরায়ে বাকারার শেষ আয়াতসমূহ, যার মধ্যে এই উম্মতের প্রতি আল্লাহর পরিপূর্ণ রহমত মাগফিরাত ও অনুগ্রহ এবং কাফেরদের মোকাবেলায় সাহায্য ও সফলতা প্রতিশ্রুতি রয়েছে। তাছাড়া এ আয়াতসমূহ রাতে ঘুমানোর পূর্বে পড়লে তার জন্য যথেষ্ট হয়ে যায়। অর্থাৎ তাহাজ্জুতের সওয়াব সহ সমস্ত বিপদ আপদ থেকে সে ব্যক্তি হেফাজত থাকে।
সুতরাং প্রত্যেক মুসলমানের জন্য জরুরী যে প্রাথমিকভাবে এ তিনটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া এবং সঠিক ও সুন্দরভাবে তা হাসিল করা। সাথে সাথে দিনের অন্যান্য বিসর্জনের যথেষ্ট হওয়া। বিশেষ করে দ্বীনের যে পাঁচটি বিষয়ের ইলেম অর্জন কে ফরজে আইন ঘোষণা করা হয়েছে তা অবশ্যই হাসিল করা।
(সূরা বাকারা: ১৭৭, মুসলিম হাদিস নং ২৮৯)
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url