নাজাতের জন্য ক্রন্দন করা উচিৎ | PUSHPKOLI

নাজাতের জন্য ক্রন্দন করা উচিৎ

وعن عقبة بن عامر رضي الله عنه قال لقيت رسول الله صلى الله عليه وسلم فقلت ما النجاة قال املك عليك لسانك وليسعك بيتك وابك على خطيىٔتك
(رواه أحمد والترمذى)

হযরত উকবা ইবনে আমের (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেন আমি একদা নবী কারীম (সা.)-এর সাথে সাক্ষাৎ করত: আরজ করলাম মুক্তির পথ কি..? তিনি ইরশাদ করলেন: তুমি তোমার জিব্বাকে আয়ত্ব রাখবে যেন তা তোমার বিরুদ্ধে ব্যবহৃত হওয়ার সুযোগ না পায়, তোমার গৃহে যেন তোমার অবস্থান থাকে এবং তুমি তোমার পাপের জন্য কান্নাকাটি করতে থাকো।
(আহমদ ও তিরমিযী)

উক্ত হাদীস হতে তিনটি নসীহত হয়। যে তুমি তোমার জিব্বাকে নিজের আয়ত্তে রাখবে। যদি জিহ্বার হিফাজত করতে না পারো তাহলে উহা তোমাকে পাপ ও বালা-মুসিবতে লিপ্ত করিয়ে দিবে। জিব্বা বস্তুটি অতি সামান্য কিন্তু উহার অনিষ্টতা অত্যন্ত বেশি। অন্য একটি হাদীসে আছে মানুষ পা দ্বারা যতটুকু পদস্খলন হয় জিব্বা দ্বারা উহা অপেক্ষা অনেক বেশি পদস্খলিত হয়ে থাকে।

দ্বিতীয় যে উপদেশটি ছিল, তোমার গৃহে তোমার অবস্থান থাকতে হবে। ইহা একটি অতীব প্রয়োজনীয় নসিহত। মানুষ বাইরে গমণের সাথে সাথে নানা প্রকার পাপে লিপ্ত হওয়ার দৃশ্য সম্মুখে এসে পড়ে। কু-দৃষ্টি ও গান-বাজনার শব্দ শ্রবণ ইহাতো আজকালকার অতি সস্তা পাপ।

তৃতীয় নসীহতে ইরশাদ হয়েছে, তুমি তোমার পাপের জন্য কান্নাকাটি করবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযি.) হতে বর্ণিত, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: দুটি চক্ষু এমন যে ওদেরকে দোযখের আগুন স্পর্শ করবে না একটি যে চক্ষু যা আল্লাহ তা'আলার ভয়ে ক্রন্দন করেছে, দ্বিতীয় সে চক্ষু যা আল্লাহ তায়ালার রাস্তায় চৌকিদারী করে রাত্রি অতিবাহিত করে দিয়েছে।
(তিরমিযী)
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url