সগিরা গুনাহ হতেও বাঁচা জরুরী | PUSHPKOLI
ছোট গুনাহ হতেও বাঁচা জরুরি
(হাদীস)
وعن عاءشة رضي الله عنها ان رسول الله صلى الله عليه وسلم قال: يا عائشه اياك ومحقرات الذنوب فان لها من الله طالبا
(ابن ماجه)
(ইবনে মাজাহ দারমী)
এ পবিত্র হাদীসটি ক্ষুদ্র তুচ্ছজনিত গুনাহ থেকে বেঁচে থাকার তাগিদ দেয়া হয়েছে যে, সগিরা গুনাহগুলো সাধারণ বিষয় মনে করো না। এগুলো সম্পর্কেও জিজ্ঞাসাবাদ ও শাস্তি হতে পারে।