সগিরা গুনাহ হতেও বাঁচা জরুরী | PUSHPKOLI

ছোট গুনাহ হতেও বাঁচা জরুরি
(হাদীস)
وعن عاءشة رضي الله عنها ان رسول الله صلى الله عليه وسلم قال: يا عائشه اياك ومحقرات الذنوب فان لها من الله طالبا
(ابن ماجه)

হযরত আয়েশা (রাযি.) হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আয়েশা! তুমি যে গুনাহগুলো ছোট অথচ মনে করো তা থেকেও বেঁচে থাকো। কেননা আল্লাহ তা'আলার পক্ষ হতে এ গুনাহগুলো সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। (অর্থাৎ লেখক ফেরেশতারা) বর্তমান রয়েছেন।
(ইবনে মাজাহ দারমী)

এ পবিত্র হাদীসটি ক্ষুদ্র তুচ্ছজনিত গুনাহ থেকে বেঁচে থাকার তাগিদ দেয়া হয়েছে যে, সগিরা গুনাহগুলো সাধারণ বিষয় মনে করো না। এগুলো সম্পর্কেও জিজ্ঞাসাবাদ ও শাস্তি হতে পারে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url