যে দরুদে নবীজির সুপারিশ লাভ করা যায় | PUSHPKOLI

দুরুদ পাঠে নবীজির সুপারিশ লাভ


  • হযরত রু'আইফী ইবনে সাবিত (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নিয়মিত এ দুরুদ শরীফটি পাঠ করবে কেয়ামতের দিন তার জন্য সুপারিশ করা আমার উপর আবশ্যক হয়ে যাবে। দুরুদ শরীফটি হল :

اللهم صلي على محمد وانزله المقعد المقرب عندك يوم القيامة
উচ্চারণ: আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকআদাল মুকর্রবা আইনদাকা ইয়াও মাল কিয়ামাতি।

অর্থ: হে আল্লাহ! মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন এবং কেয়ামতের দিন তাকে আপনার সর্বাধিক নিকটে স্থান করে দিন।
—মুসনাদে আহমাদ-২৮/২০১, হাদীস নং-১৬৯৯১,
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url