হাঁচি ও হাই তোলার সুন্নাত | PUSHPKOLI

হাঁচি ও হাই তোলার সুন্নাত 

হযরত আবু হুরায়রা (রাযি.) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন, আল্লাহ তা'য়ালা হাঁচি পছন্দ করেন এবং হাই অপছন্দ করেন। যখন তোমাদের মধ্য হতে কারো হাঁচি আসে এবং সে আলহামদুলিল্লাহ বলে তখন ঐ মুসলমানের জন্য যে তা শুনে জওয়াবে ইয়ারহামুকাল্লাহ বলা জরুরী। আর হাই তোলা শয়তানের পক্ষ হতে হয়। অতএব যখন তোমাদের মধ্য হতে কারো হাই আসে তখন যথাসম্ভব তা প্রতিহত করা চাই। কেননা, যখন তোমাদের মধ্যে কেউ হাই তোলে তখন শয়তান হাসে।
 —বুখারী

১. হাঁচি দিলে الحمد لله বলা সুন্নাত।
২. হাঁচির সময় মুখে হাত কিংবা কাপড় দিয়ে ঢেকে রাখা।
৩. হাঁচি নিম্নস্বরে দেয়া।
৪. কেউ হাত কি দিলে يرحمك الله (ইয়ারহামু কাল্লাহু) বলা।
৫. হাতির জবাবে কেউ يرحمك الله বললে يهديكم الله ويصلح بالكم (ইয়াহদি কুমুল্লাহু ওয়া ইউছলিহ বালাকুম) বলা।
৬. হাই আসলে যথাসাধ্য ঠেকাতে চেষ্টা করবে। অর্থাৎ মুখ চেপে রাখার চেষ্টা করবে।
৭. হাই তোলার সময় বাম হাতের পিট মুখে রাখা।
৮. হাই আসলে لا حول ولا قوه الا بالله (না হাউলা ওয়ালা কুউয়াতা ইল্লা বিল্লাহ) দোয়া পড়া।
—ওসওয়ায়ে রাসূল (সা.) ৩২৮
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url