আল্লাহ ও তাঁর কোরআনের হক | PUSHPKOLI
আল্লাহ তা'আলার ও তাঁর কোরআন মাজিদের হক
আল্লাহ তা'আলার হক:
১. আল্লাহর সত্তা ও গুণাবলী সম্পর্কে কোরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী বিশ্বাস স্থাপন করা।
২. আক্বীদা, আমল, লেন-দেন ও চারিত্রিক বিষয়সমূহ তার সন্তুষ্টির আলোকে গ্রহণ করা ও তাঁর অপছন্দনীয় বিষয়সমুহ বর্জন করা।
৩. তাঁর সন্তুষ্টি অর্জন ও তাঁর প্রতি শ্রদ্ধাবোধকে অন্য সকলের সন্তুষ্টি ও ভালবাসার উপর প্রাধান্য দেওয়া।
৪. কারো সাথে ভালোবাসা বা বিদ্বেষ অথবা কারো সহযোগিতা করা বা না করা সব কিছুই আল্লাহ তা'আলার সন্তুষ্টির জন্য করা।
কোরআন মাজিদের হক:
১. আযমত অর্থাৎ, তা'যীম করা।
২. মহাব্বত অর্থাৎ, সম্মান ভালোবাসা থাকা।
৩. তিলাওয়াত মা'আস সিহহাত, অর্থাৎ সহীহ শুদ্ধরূপে তেলাওয়াত করা।
৪. ইত্বা'আত অর্থাৎ, পবিত্র কোরআনের হুকুম আহকামের আনুগত্য করা।