আল্লাহ ও তাঁর কোরআনের হক | PUSHPKOLI

আল্লাহ তা'আলার ও তাঁর কোরআন মাজিদের হক

আল্লাহ তা'আলার হক:
১. আল্লাহর সত্তা ও গুণাবলী সম্পর্কে কোরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী বিশ্বাস স্থাপন করা।
২. আক্বীদা, আমল, লেন-দেন ও চারিত্রিক বিষয়সমূহ তার সন্তুষ্টির আলোকে গ্রহণ করা ও তাঁর অপছন্দনীয় বিষয়সমুহ বর্জন করা।
৩. তাঁর সন্তুষ্টি অর্জন ও তাঁর প্রতি শ্রদ্ধাবোধকে অন্য সকলের সন্তুষ্টি ও ভালবাসার উপর প্রাধান্য দেওয়া।
৪. কারো সাথে ভালোবাসা বা বিদ্বেষ অথবা কারো সহযোগিতা করা বা না করা সব কিছুই আল্লাহ তা'আলার সন্তুষ্টির জন্য করা।

কোরআন মাজিদের হক:
১. আযমত অর্থাৎ, তা'যীম করা।
২. মহাব্বত অর্থাৎ, সম্মান ভালোবাসা থাকা।
৩. তিলাওয়াত মা'আস সিহহাত, অর্থাৎ সহীহ শুদ্ধরূপে তেলাওয়াত করা।
৪. ইত্বা'আত অর্থাৎ, পবিত্র কোরআনের হুকুম আহকামের আনুগত্য করা।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url