স্বামী স্ত্রীর হক | PUSHPKOLI

স্বামী স্ত্রীর হক

স্বামীর দায়িত্বে স্ত্রীর হক হলো :
১. সামর্থ্য অনুযায়ী স্ত্রীর খোরপোষ দিতে অবহেলা না করা।
২. স্ত্রীকে দ্বীনী মাসআলা-মাসায়েল শিখাতে থাকা এবং নেক কাজের প্রতি উদ্বুদ্ধ করতে থাকা।
৩. মাহরাম আত্মীয়-স্বজনের সাথে মাঝেমধ্যে দেখা সাক্ষাৎ করার সুযোগ দেয়া এবং তাদের অসাবধানতা ও বুদ্ধিমত্তার অভাবে কোন ভুল ত্রুটি হয়ে গেলে ধৈর্যধারণ করা। কখনো শাসন ও সংশোধনের প্রয়োজন হলে ভারসাম্য রক্ষা করা।

স্ত্রীর দায়িত্বে স্বামীর হক :
১. যথাযথভাবে স্বামীর আনুগত্য করা, আদব, খেদমত, মন জয় ও সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা। তবে শরীয়ত বিরোধী কোন কাজ হলে এতে অপারগতা প্রকাশ করবে।
২. স্বামীর সামর্থের অতিরিক্ত কোন চাপ সৃষ্টি না করা।
৩. অনুমতি ছাড়া স্বামীর সম্পদ ব্যয় না করা।
৪. স্বামীর আত্মীয় ও আপনজনদের সাথে এমন ব্যবহার না করা যাতে তার মনে কষ্ট হয়। বিশেষতঃ স্বামীর মা-বাবাকে শ্রদ্ধা ও সেবার পাত্র মনে করে যথাসম্ভব শ্রদ্ধা-প্রদর্শন ও সেবা করা।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url