কি কি কাজ বিদআত | PUSHPKOLI
কিছু বিদআতের আলোচনা
১. কোন বুযুর্গের মাজারে ধুমধামের সাথে 'উরস' করা, মেলা বসানো বাতি জ্বালানো।
২. মেয়ে লোকের বিভিন্ন দরগায় যাওয়া।
৩. কবরের উপর চাদর, আগরবাতি, মোমবাতি ও ফুল দেওয়া।
৪. তাযীমের জন্য কবর পাকা করা।
৫. কোন বুযুর্গকে সন্তুষ্ট করার জন্যে শরীরের সীমারেখার বেশি তাযীম করা।
৬. কবরে চুমো খাওয়া।
৭. কোন কোন অজ্ঞ লেখক আজমীর শরীফ, বাজেবোস্থান, পীরানে কার্লিয়ার ইত্যাদিকে মুসলমানদের তীর্থস্থান বলে উল্লেখ করেছে, তা দেখে তীর্থ গমনের ন্যায় সেসব স্থানে যাওয়া।
৮. কবরে গম্বুজ বানানো।