কি কি করলে শিরক হয় | PUSHPKOLI

কি কি করলে শিরক হয়, তা দূরে থাকা 
আমাদের কর্তব্য

১. কোন পীর বুজুর্গ এমনকি কোন নবী সম্মন্ধে এ রকম আকীদা রাখা যে, তিনি সব সময় আমাদের সব অবস্থা জানেন।

২. জ্যোতিষী, গণকঠাকুরদের নিকট অদৃষ্টের কথা জিজ্ঞেস করা।

৩. কোন পীর বুজুর্গের কবরের নিকট আওলাদ বা অন্য কোনো উদ্দেশ্যের কথা জানিয়ে প্রার্থনা করা।

৪. পীর বা কবরকে সিজদা করা।

৫. কোন পীর বুজুর্গের নামে শিরনী সদকা বা মান্নত মানা।

৬. কোন পীর বুজুর্গের দরগাহ বা কবরের চতুর্দিক দিয়ে তাওয়াফ করা।

৭. কোন পীর বুজুর্গের নামে জানোয়ার যবেহ করা বা কারো দোহাই দেয়া।

৮. কোন পীর বুজুর্গ বা অন্য কারো নামে ছেলের নাক, কান, ছিদ্র করা, আংটি পড়ানো, চুল রাখা, টিকি রাখা ইত্যাদি।

৯. কোন জিনিসের বা ব্যারাম-পীড়ার (রোগের) ছুত লাগে বলে বিশ্বাস করা।

১০. ভালো-মন্দ বার বা তারিখ জিজ্ঞেসা করা। যেমন: অনেকে জিজ্ঞাসা করে এই বারে বিবাহ শুভ কিনা..? কোন দিনে নতুন ঘরে যেতে হয়..? রোববারে বাঁশ কাটা যায় কিনা..? ইত্যাদি।

১১. পীরের বাড়ি বা কোন বুযুর্গের দরগাহ বা তীর্থকে কাবা শরীফের মত আদব বা তাযীম করা।

১২. কোন জিনিস হতে কুলক্ষন ধরা বা কুযাত্রা মনে করা। যেমন–যাত্রামুখে কেউ হাঁচি দিলে অনেকে সেটাকে কুযাত্রা মনে করে থাকে।

১৩. কোন দিন বা মাসকে অশুভ মনে করা।

১৪. কোন বুযুর্গের নাম ওযীফার মত জপ করা।

১৫. কারো নামের কসম খাওয়া বা জিকির করা। কাউকে পরম পূজনীয় সম্মোধন করে লেখা। নষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না বলা। জয়কালী নেগাহ্বান, ইত্যাদি বলা।

১৬. ছবি, ফটো বা মূর্তি রাখা বিশেষ করে কোন বুযুর্গের ফটো তাযীমের জন্য রাখা।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url