শরীয়তের দৃষ্টিতে শবে মে'রাজ | PUSHPKOLI
শরীয়তের দৃষ্টিতে শবে মে'রাজ
মুফতি মনসুরুল হক সাহেব (দা:বা:)মে'রাজ আরবী উরুজ শব্দ থেকে নির্গত, যার অর্থ ঊর্ধ্বে গমন করা। আর মে'রাজ শব্দের অর্থ ঊর্ধ্বে আরোহণের বাহন।
মে'রাজের ঘটনা কখন সংঘটিত হয়েছিলো এ ব্যাপারে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। তবে নির্ভরযোগ্য সূত্রে শুধু এতোটুকুই পাওয়া যায় যে, মে'রাজের ঘটনা হিজরতের এক বা দেড় বছর আগে সংঘটিত হয়েছিল। কিন্তু মাস, দিন, তারিখের ব্যাপারে নির্ভরযোগ্য কোন দলীল নেই। যদিও সাধারণ জনগণের মাঝে প্রসিদ্ধ হল রমযান মাসের ২৭ তম তারিখে সংঘটিত হয়েছিলো।
(আল মাওয়াহিবুল লাদুন্নিয়াহ ও শরহুল মাওয়াহিবিল লাদুন্নিয়াহ খ:৮/১৯)
পরিভাষায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাত্রি ভ্রমণকে ইসরা ও তথা হতে সিদরাতুলমুনতাহা ও তদুর্ধ্ব পর্যন্ত ভ্রমণকে মি'রাজ বলা হয়। ইসরা ও মে'রাজের ঘটনা সম্পর্কে কুরআনে কারীমে ইরশাদ হচ্ছে-
سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من ايتنا. انه هو السميع البصير .
অর্থ: পবিত্র ঐ মহান সত্তা যিনি রাত্রি বেলায় তাঁর বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন, যার আশপাশকে আমি বরকতময় করেছি। এটা এজন্য যাতে আমি তাকে আমার নির্দেশনাবলী দেখাতে পারি।
(সূরা বানী ইসরাইল আয়াত নং-১)