পাথরের গুহায় তিন যুবকের কাহিনী | pushpkoli
পাথরের গুহায় আটকে পড়া তিন যুবকের কাহিনী
হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (সা.) এরশাদ করেছেন, একবার দিন দেখি কোথাও যাচ্ছিল। কিছু দূর যেতেই তারা বৃষ্টির কবলে পড়ে। বৃষ্টি থেকে বাঁচতে তারা পাহাড়ের একটি গুহায় আশ্রয় নেয়। হঠাৎ কোথা হতে একটি বড় পাথর খণ্ড এসে গুহার মুখে পতিত হয়। যার ফলে গুহার মুখ আটকে যায় এবং তারা তিনজন ঐ গুহায় অবরুদ্ধ হয়ে যায়। তারা ভীষণ বিপদে পড়ে। ঐ গুহা থেকে বের হওয়ার কোন উপায় তাদের কাছে ছিল না। পাহাড়ী ভূমিতে গুহার মধ্যে হতে আওয়াজ দিলে তা বাইরে যেত না। আর গেলে জনমানবহীন পাহাড়ী এলাকা হাওয়ায় ঐ আওয়াজে কোনো মানুষ এগিয়ে আসার সম্ভব ছিল না। তাই তারা উদ্ধার পেতে আল্লাহমুখী হয়। তারা একে অপরকে বলে, তোমার যদি কোনো ভালো আমল থেকে থাকে তাহলে তার অসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো। তারা দোয়া শুরু করে।
প্রথমজন বলে, হে আল্লাহ! আমার পিতা-মাতা বৃদ্ধ এবং দুর্বল ছিলেন। ঘরে আমার স্ত্রী ও ছোট দু'বাচ্চা ছিল। আমি বকরি চরাতাম। সন্ধ্যায় বাড়ি ফিরলে সকলের পূর্বে পিতা-মাতাকে দুধ পান করাতাম।
একদিনের ঘটনা।আমি দুর্বাঘাসের সন্ধানে বাড়ির এলাকা ছেড়ে অনেক দূরে চলে গিয়েছিলাম। ফলে বাড়ি ফিরতে একটু রাত হয়ে যায়। এসে দেখি, পিতা-মাতা আজ ঘুমিয়ে পড়েছেন। আমি প্রতিদিনের মত দুধ দোহন করে পিতা-মাতার কাছে গিয়ে দাঁড়াই। তাদেরকে ঘুম থেকে জাগানো আমি ভালো মনে করিনি। বাচ্চারা খুদায় আমার কাছে এসে ছটফট করতে থাকে তার পরেও আমি পিতা-মাতাকে পান না করিয়ে তাদের পান করাতে দেওয়া ঠিক মনে করিনি। সকাল পর্যন্ত আমার এভাবেই কেটে যায়। যদি আমি এ কাজ শুধুমাত্র তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে করে থাকি, তবে আমাদের থেকে পাথরখণ্ড টি সরিয়ে দাও। যাতে আমরা আসমান দেখতে পারি। আল্লাহ তা'আলা তার দোয়ার উসিলায় পাথরকে একটু সরিয়ে দেন।
দ্বিতীয়জন বলে, হে আল্লাহ! আমার এক চাচাতো বোন ছিল। আমি তাকে খুব ভালবাসতাম। যেমন একজন পুরুষ একজন নারীকে ভালবাসে। আমি তার সাথে মিলিত হতে চাইলে সে এই শর্তে রাজি হয় যে, আমি তাকে একশত স্বর্ণমুদ্রা প্রদান করব। আমি তাকে পাবার আশায় প্রাণান্ত মেহনত করে একশত স্বর্ণমুদ্রা জমা করি এবং তার কাছে নিয়ে যাই। যখন আমি যৌন ক্ষুধা চরিতার্থের জন্য তার শরীরের ওপর চেপে বসি, তখন সে বলে, আল্লাহকে ভয় করো। আল্লাহ আমাদের দেখছেন। তখন আমি তোমার ভয়ে তাকে ছেড়ে দেই। বাগে পেয়েও তার সাথে মিলিত হইনি। যদি আমার এ কাজ তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে করে থাকি তাহলে আমাদের মসিবত সরে পাথর সরিয়ে দাও। তার এ কথায় পাথর আরও কিছুটা সরে যায়।
তৃতীয়জন বলে, হে প্রভু! আমি একজন ব্যক্তিকে শ্রমিক হিসেবে নিয়েছিলাম।সে কাজ শেষে আমার কাছে মজুরি চাইলে আমি তাকে পারিশ্রমিক দিয়ে দেই। কিন্তু সে না নিয়ে চলে যায়। আমি তার মজুরি বাড়িয়ে দিই। এমনকি ঐ পয়সা দ্বারা গরু ও রাখাল ক্রয় করি একসময় সেগুলো বৃদ্ধি পেয়ে অনেক গরু ও রাখাল হয়ে যায়। বহুদিন পরে শ্রমিক এসে বলে যে, আল্লাহকে ভয় করো এবং আমার পাওনা আদায় করো। আমি তাকে বলি, এ সমস্ত গরু ও রাখাল তোমার। সবকিছু নিয়ে যাও। সে বিস্মিত হয়ে বলে, আল্লাহকে ভয় করো এবং আমার সাথে ঠাট্টা করো না। আমি বলি, কোন ঠাট্টা করছি না। সত্য সত্যই এগুলো নিয়ে যাও। সে সেগুলো নিয়ে চলে যায়। যদি আমি এটা তোমার সন্তুষ্টির জন্য করি, তাহলে আমাদের থেকে এই পাথরখণ্ড সরিয়ে দিন। যাতে আমরা অবরুদ্ধ অবস্থা হতে মুক্ত হতে পারি। তার দোয়ায় পাথরখণ্ড গুহার মুখ থেকে সরে যায়। যার ফলে তারা মুক্ত হওয়ার সৌভাগ্য লাভ করে।
প্রথমজন বলে, হে আল্লাহ! আমার পিতা-মাতা বৃদ্ধ এবং দুর্বল ছিলেন। ঘরে আমার স্ত্রী ও ছোট দু'বাচ্চা ছিল। আমি বকরি চরাতাম। সন্ধ্যায় বাড়ি ফিরলে সকলের পূর্বে পিতা-মাতাকে দুধ পান করাতাম।
একদিনের ঘটনা।আমি দুর্বাঘাসের সন্ধানে বাড়ির এলাকা ছেড়ে অনেক দূরে চলে গিয়েছিলাম। ফলে বাড়ি ফিরতে একটু রাত হয়ে যায়। এসে দেখি, পিতা-মাতা আজ ঘুমিয়ে পড়েছেন। আমি প্রতিদিনের মত দুধ দোহন করে পিতা-মাতার কাছে গিয়ে দাঁড়াই। তাদেরকে ঘুম থেকে জাগানো আমি ভালো মনে করিনি। বাচ্চারা খুদায় আমার কাছে এসে ছটফট করতে থাকে তার পরেও আমি পিতা-মাতাকে পান না করিয়ে তাদের পান করাতে দেওয়া ঠিক মনে করিনি। সকাল পর্যন্ত আমার এভাবেই কেটে যায়। যদি আমি এ কাজ শুধুমাত্র তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে করে থাকি, তবে আমাদের থেকে পাথরখণ্ড টি সরিয়ে দাও। যাতে আমরা আসমান দেখতে পারি। আল্লাহ তা'আলা তার দোয়ার উসিলায় পাথরকে একটু সরিয়ে দেন।
দ্বিতীয়জন বলে, হে আল্লাহ! আমার এক চাচাতো বোন ছিল। আমি তাকে খুব ভালবাসতাম। যেমন একজন পুরুষ একজন নারীকে ভালবাসে। আমি তার সাথে মিলিত হতে চাইলে সে এই শর্তে রাজি হয় যে, আমি তাকে একশত স্বর্ণমুদ্রা প্রদান করব। আমি তাকে পাবার আশায় প্রাণান্ত মেহনত করে একশত স্বর্ণমুদ্রা জমা করি এবং তার কাছে নিয়ে যাই। যখন আমি যৌন ক্ষুধা চরিতার্থের জন্য তার শরীরের ওপর চেপে বসি, তখন সে বলে, আল্লাহকে ভয় করো। আল্লাহ আমাদের দেখছেন। তখন আমি তোমার ভয়ে তাকে ছেড়ে দেই। বাগে পেয়েও তার সাথে মিলিত হইনি। যদি আমার এ কাজ তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে করে থাকি তাহলে আমাদের মসিবত সরে পাথর সরিয়ে দাও। তার এ কথায় পাথর আরও কিছুটা সরে যায়।
তৃতীয়জন বলে, হে প্রভু! আমি একজন ব্যক্তিকে শ্রমিক হিসেবে নিয়েছিলাম।সে কাজ শেষে আমার কাছে মজুরি চাইলে আমি তাকে পারিশ্রমিক দিয়ে দেই। কিন্তু সে না নিয়ে চলে যায়। আমি তার মজুরি বাড়িয়ে দিই। এমনকি ঐ পয়সা দ্বারা গরু ও রাখাল ক্রয় করি একসময় সেগুলো বৃদ্ধি পেয়ে অনেক গরু ও রাখাল হয়ে যায়। বহুদিন পরে শ্রমিক এসে বলে যে, আল্লাহকে ভয় করো এবং আমার পাওনা আদায় করো। আমি তাকে বলি, এ সমস্ত গরু ও রাখাল তোমার। সবকিছু নিয়ে যাও। সে বিস্মিত হয়ে বলে, আল্লাহকে ভয় করো এবং আমার সাথে ঠাট্টা করো না। আমি বলি, কোন ঠাট্টা করছি না। সত্য সত্যই এগুলো নিয়ে যাও। সে সেগুলো নিয়ে চলে যায়। যদি আমি এটা তোমার সন্তুষ্টির জন্য করি, তাহলে আমাদের থেকে এই পাথরখণ্ড সরিয়ে দিন। যাতে আমরা অবরুদ্ধ অবস্থা হতে মুক্ত হতে পারি। তার দোয়ায় পাথরখণ্ড গুহার মুখ থেকে সরে যায়। যার ফলে তারা মুক্ত হওয়ার সৌভাগ্য লাভ করে।