দুরুদ শরীফ পাঠে অবহেলাকারী অভিশপ্ত | PUSHKOLI
দুরুদ শরীফ পাঠে অবহেলাকারী অভিশপ্ত
হযরত কা'ব ইবনে উযরা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মিম্বারের কাছে এগিয়ে আসো, তখন আমরা সামনে এগুলাম। তিনি যখন মিম্বারের প্রথম সিঁড়িতে উঠলেন, তখন বললেন, "আমিন"। তারপর যখন দ্বিতীয় সিঁড়িতে উঠলেন তখনও বললেন, "আমিন"। আবার যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন তখনও বললাম, "আমিন"। অতঃপর তিনি মিম্বার থেকে যখন নিচে নেমে এলেন আমরা আরজ করলেন ইয়া রাসূলাল্লাহ! আজ আমরা আপনার মুখ থেকে এমন বিষয়ে শুনলাম, যা ইতিপূর্বে আর কখনো শুনিনি (এর কারণ কি..?)। প্রতিউত্তরে তিনি বললেন, এইমাত্র জিবরাঈল (আ.) আমার সামনে এলেন এবং বললেন, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ তার গুনাহ মাফ করতে পারলো না—সে আল্লাহর রহমত থেকে দূরে নিক্ষিপ্ত হোক। আমি বললাম, আমিন। তারপর যখন তৃতীয় শ্রেণীতে উঠলাম জিবরাঈল (আ.) বললেন, যার সামনে আপনার আলোচনা হলো অথচ সে দরুদ পরলো না— সে আল্লাহর রহমত থেকে দূরে নিক্ষিপ্ত হোক। আমি বললাম, আমিন। তারপর যখন তৃতীয় সিঁড়িতে উঠলাম, জিবরাঈল বললেন, যে ব্যক্তি নিজের পিতা-মাতা অথবা তাদের একজনকে বার্ধক্য অবস্থায় পেল অথচ তারা নিজেদেরকে জান্নাতে দাখিল করতে পারলো না, (অর্থাৎ সে পিতা মাতার খেদমত করে জান্নাতের অধিকারী হলো না) সে আল্লাহর রহমত থেকে দূরে নিক্ষিপ্ত হোক। তখনও আমি বললাম, আমিন।
মুসতাদরাকে হাকেম-৪/১৭০, হাদিস নং ৭২৫৬,(বাবুল বিরবি ওয়াস সিলাহ)