ফরজ নামাজের পর ওজীফা সমূহ
ফরজ নামাজের পর ওজীফা সমূহ
প্রত্যেক ফরয নামাযের পরে তিনবার ইস্তেগফার পড়বে।
[তাবারানী কাবীর-৮৫৪১]
استغفر الله الذي لا اله الا الا هو الحي القيوم واتوب اليه
উচ্চারণ:আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়াতুবি ইলাইহি।
এবং এ দোয়াটি পড়লে ও ভালো হয়।
[বুখারী শরীফ-১/১১৭]
لا اله الا الله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير-اللهم لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد
উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়াল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির। আল্লাহুম্মা লা মা-নিয়া লিমা আতাইতো ওয়ালা মতিয়া লিমা মানাআতা ওয়ালা ইয়ান ফায়ু জাল যাদ্দি মেনকাল যাদ্দা।
আরো কিছু দোয়া কালাম আছে যা ফরজের পর সুন্নত ও নফল থাকলে সুন্নত ও নফলের পারে পড়বে। আর সুন্নত নফল না থাকলে ফরজের পরে পড়বে।
ক. আয়তুল কুরসী, একবার। (নাসাঈ-৯৮৪৮)
খ. সূরা ফালাক, সূরা নাস-তিনবার করে, এর সাথে সূরায়ে কাফিরুন ও ইখলাস মিলিয়ে নিলে ভালো। (তিরমিযী-২৯০৩)
গ. তাসবীহে ফাতেমী একবার। (অর্থাৎ ৩৩ বার সুবহানাল্লাহ ৩৩ বার আলহামদুলিল্লাহ ও ৩৪ বার আল্লাহু আকবার)।
(মুসলিম-৫৯৭)
এগুলো পাঁচ ওয়াক্তেই পড়বে। শুধু ফজর ও মাগরিবের তিনটির আগে নিচের দোয়াটি পড়বে।
ঘ. اللهم اجرني من النار সাতবার।
উচ্চারণ: আল্লাহুম্মা আজিরনি মিনান্নার।
ঙ. সূরা আসরের শেষ তিন আয়াত একবার বিসমিল্লাহ সহ পড়বে।
(মুসনাদে আহমদ-২০৩০৬)
বি:দ্র: হাদীসে আরো কিছু দোয়া আছে, সুযোগ হলে সেগুলোও পড়বে।
জুমার দিন আসরের পরে এই দুরুদ টি ৮০ বার পরবে।
(আদদুররুল মানদূদ-১৬০)
প্রতিদিন মোনাজাতে মকবুল থেকে এক মঞ্জিল পাঠ করতে চেষ্টা করুন।