দাড়ি না রাখার কি কি ক্ষতিসমূহ
দাড়ি না রাখার কি কি ক্ষতিসমূহ
মুফতি মনসুরুল হক সাহেব (দা:বা:)১. দাড়ি মন্ডলে অথবা এক মুষ্টি থেকে ছোট করলে শি'আরে ইসলাম যথা মুসলমানদের জাতীয় নির্দশন এবং শরীয়তের হুকুম তরক করা হয়। যা জায়েয নয়।
২. আল্লাহ তায়ালার খিলকাত ও সৃষ্টি বৈশিষ্ট্যকে নষ্ট করা হয়।
(বুখারি হাদিস নং: ৫৮৮৬, মেরকাত ৮/২৭৯)
৩. পুরুষ জাতি মহিলাদের সাদৃশ্য হয়ে যায়,যা শরীয়তে হারাম।
৪. চোখের দৃষ্টিশক্তি হ্রাস পেতে থাকে।
৫. সূরা-ক্বিরাআত সহীহ থাকলেও শরীয়তে তার আযান,ইক্বামত ও ইমামতির যোগ্যতা থাকে না। কেননা যে দাড়ি এক মুষ্টির কম করে রাখে সে ফাসিক,আর ফাসিক ব্যক্তি ইমাম ও মুয়াজ্জিন হওয়ার যোগ্য নয়।
৬. মুসলমানদের সম্মান ও সানাম পাওয়ার যোগ্য হয় না। কেননা ফাসিককে সালাম দেওয়া মাখরূহ।
(ফতোওয়ায়ে শামী ৬/৪১৫)
৭. চেহারার নূর চলে যায় এবং প্রকৃত সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এ কারণে পারস্যের দাড়িবিহীন দূতকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে চেহারা ফিরিয়ে নিয়ে বলেছিলেন যে, তোমার চেহারা এত বিশ্রী বানাতে কে বলেছে..?
(আল বিদায়াওয়াননেহায়া ৪/২৯১)
তাছাড়া ডালিমের ডালে অল্প দিনেই তার দাড়ি পেকে সাদা হয়ে যায়। যার ফলে তখন দাড়ি রাখতে ইচ্ছা করলেও লজ্জার দরুণ তা রাখা মুশকিল হয়।
৮. বিভিন্ন ধরনের গুনাহ থেকে বাঁচা কঠিন হয়ে যায় এবং সহজে বিভিন্ন গুনাহের মধ্যে জড়িয়ে পড়তে হয়।
৯. শেষ করার মাধ্যমে সময় ও অর্থের অপচয় হয়। যা স্পষ্ট নাজায়েয।
(সূরায়ে বনী ইসরাঈল-২৬-২৭)
১০. তার শরাফত বা বুযুর্গী নষ্ট হয়ে যায় এবং মানুষটাকে ফাসিক, পাপী ও নাফরমান ইত্যাদি বলতে স্মরণ করে থাকে।
১১. ওই দিদি মুমিন, নাকি কাফের..? তা বুঝা যায় না এবং তার হকও আদায় করা যায় না।
১২. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর মোবারক কে আঘাত দেয়া হয়।
১৩. অন্যান্য গুনাহ একবার করলে তার বাহ্যিক আছর পরক্ষণেই অদৃশ্য হয়ে যায়। কিন্তু দাড়ি না রাখলে সর্বদা গুনাহগার হিসেবে চিহ্নিত হতে থাকে।
১৪. পুরুষের সৌন্দর্যের বিকৃতি ঘটে এবং তার গাম্ভীর্যতা শেষ হয়ে যায়।
১৫. দাড়ি বিহীন রাস্তাঘাটে মারা গেলে তার গোসল, কাফন দাফন নিয়ে দারুণ সমস্যার সৃষ্টি হয়। তাকে শ্মশানে নেয়া হবে..? নাকি গোরস্থানে নেয়া হবে..? তা নির্ণয় করাও মুশকিল হয়ে যায়।
১৬. কবরে মুনকার-নাকিরের সুওয়াল-জওয়াব কঠিন হয়ে যাবে।
১৭. হাশরের ময়দানের উম্মতে মোহাম্মদী বলে দাবী করা ও উম্মতে মোহাম্মদী যাবে পরিচয় দিয়ে শাফা'আতের আশা করাও মুশকিল হবে।