যে সমস্ত উযরের কারণে জামাতে নামাজ তরক করা জায়েয

যে সমস্ত উযরের কারণে জামআত তরক করা জায়েয। Pushpkoli
মুফতি মনসুরুল হক সাহেব (দা:বা:)

১. প্রবল বৃষ্টি
২. অতিরিক্ত ঠান্ডা
৩. হিংস্রজন্তু, শত্রু বা ডাকাতের ভয় ভীতি
৪. ঘুটঘুটে অন্ধকার
৫. বন্দীত্ব
৬. পুঙ্গত্ব
৮. হাত পা না থাকা
৯. ভীষণ অসুস্থতা
১০. চলতে অক্ষম হওয়া
১১. রাস্তা কাদা যুক্ত হওয়া
১২. খোড়া হওয়া
১৩. অতিরিক্ত বার্ধক্য
১৪. ফিকহ শাস্ত্রের পাঠ্য আলোচনা লিপ্ত থাকা
১৫. অতিরিক্ত ক্ষুধার সময় খাদ্য উপস্থিত থাকলে
১৬. সফরের ইচ্ছা করা ও তার জন্য প্রস্তুতি নেওয়া
১৭. রোগীর শুশ্রুষা করা
১৮. প্রচন্ড বাতাস প্রবাহিত হওয়া।
(নূরুল ঈজাহ - ৭৯, তাহতাভী-১৬২/১৬৩, তোহফায়ে আবরার-৭৭)
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url