স্বপ্ন আমার
স্বপ্ন আমার
যুবায়ের আল মাহমুদ
স্বপ্ন আমার মানুষ হবো
হবো বিজ্ঞ আলেম
সাহায্য করবো মাজলুমানের
নিপাত করবো জালেম।
স্বপ্ন আমার হবো আমি
দ্বীনের ক্ষুরধার লেখক
হবো আমি দেশের জন্য
একনিষ্ঠ সেবক।
ভ্রমণ করার স্বপ্ন আমার
ঈবনে বতুতার মতো
সফর আমি করবো ইনশাআল্লাহ
বাধা আসুক যত।
আরো কত স্বপ্ন আছে
মোর ছোট্ট মনে
সব স্বপ্ন করলে জড়ো
শেষ হবে না গুণে।