শবে ক্বদরের রাত কোনটি..?

শবে ক্বদরের রাত কোনটি..?

মুফতি মনসুরুল হক সাহেব (দা:বা:)

আল্লাহ তাআলা পবিত্র কুরআনে কারীমে ইরশাদ করেন–
انا انزلناه في ليله القدر،
আমি কোরআনে কারিম কে শবে ক্বদরের রাত্রে অবতীর্ণ করেছি।(সূরাতুল ক্বদর: ১)

অন্যত্র এরশাদ করেন:
شهر رمضان الذي انزل فيه القران،
রমজানের মাসে কোরআনে কারিম কে অবতীর্ণ করা হয়েছে। (বাকারা: ১৮৫)

উক্ত আয়াতদ্বয় দ্বারা বুঝা যায় যে, শবে কদর রমজান মাসেই সংঘটিত হয়।
আম্মাজান হযরত আয়েশা (রা.) থেকে বর্ণিত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন: তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল ক্বদর তালাশ করা।
(বুখারী শরীফ হাদিস নং২০১৭, মুসলিম শরীফ হাদিস নং ১১৬৯)

যির ইবনে হুবাইশ (রহ.) বর্ণনা করেন আমি একবার উবাই ইবনে কা'আব (রাযি:) কে লাইলাতুল ক্বদর সম্পর্কে জিজ্ঞেস করলাম এবং বললাম আপনার ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযি:) বলে থাকেন যে ব্যক্তি পূর্ণ এক বছর জাগ্রত থাকবে সে লাইলাতুল ক্বদর পাবেই। উত্তরা হযরত উবাই ইবনে কা'আব (রাযি:) বলেন: আল্লাহ তার উপর রহম করুন তিনি ইচ্ছা করেছেন লোকেরা যেন এক রাতের উপর ভরসা করে বসে না থাকে। নিশ্চয় তিনি জানেন তা রমজানে এবং তাও জানেন যে তা রমজানের শেষ দশকে এবং ২৭ তারিখে । অতঃপর হযরত উবাই ইবনে কা'আব (রাতি.) শপথ করে বললেন: অবশ্যই তা ২৭ তারিখের যোনীতেই হয়ে থাকে। যির ইবনে হুবাইশ বলেন: আমি বললাম: হে আবুল মুনযির!(উবাই ইবনে কা'আব এর উপনাম) এটা এটা কিসের ভিত্তিতে বলছেন ?তদুত্তরে তিনি বললেন: আলামত বা নিদর্শন এর ভিত্তিতে যা রাসূল সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন; সেদিন সূর্যের কিরণ থাকবে না।
(মুসলিম শরীফ হাদিস নং৭৬২)
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url