পুরুষদের নামাজের সাথে মহিলাদের নামাজের পার্থক্য
পুরুষদের নামাজের সাথে মহিলাদের নামাজের পার্থক্য
১. মহিলাগণ তাকবীরে তাহরীমা বলার সময় উভয় হাত কাঁধ পর্যন্ত উঠাবে।
২. চাদর ইত্যাদির ভিতর হতে হাত বের করবে না।
৩. বুকের উপর হাত বাঁধবে।
৪. মহিলাগন শুধু ডান হাতের পাতা বাম হাতের পিঠের উপর রাখবে; পুরুষের ন্যায় কব্জি ধরবে না এবং হালকা (গোলাকৃতি) ও বানাবে না।
৫. রুকুর মধ্যে সামান্য ঝুঁকবে।
৬. রুকুর মধ্যে উভয় হাতের আঙ্গুলগুলো মিলিয়ে হাঁটুর উপর রাখবে।
৭. রুকু অবস্থায় কনুই পাঁজরের সঙ্গে চাপিয়ে রাখবে।
৮. রুকুর মধ্যে উভয় পা কিবলামুখি সোজা রাখবে।
৯. যথাসম্ভব চেপে এবং মাটির সঙ্গে মিশে সেজদা করবে।
১০. পেট রানের সাথে মিলিয়ে রাখবে।
১১. উভয় বাজু পাঁজরের সাথে মিলিয়ে রাখবে।
১২. কনুই মাটির সঙ্গে মিলিয়ে রাখবে।
১৩. সিজদার মধ্যে হাত পায়ের আঙ্গুল সমূহ কিবলার দিকে রাখবে, বরং ডান দিকে বের করে দিবে।
১৪. বসার সময় ডান দিকে বসবে।
১৫. উভয় পা ডান দিকে বের করে রাখবে।
১৬. আত্তাহিয়াতু এবং অন্যান্য ভাষার মধ্যে হাতের আঙ্গুলগুলো মিলিয়ে রাখবে।
১. মহিলাগণ তাকবীরে তাহরীমা বলার সময় উভয় হাত কাঁধ পর্যন্ত উঠাবে।
২. চাদর ইত্যাদির ভিতর হতে হাত বের করবে না।
৩. বুকের উপর হাত বাঁধবে।
৪. মহিলাগন শুধু ডান হাতের পাতা বাম হাতের পিঠের উপর রাখবে; পুরুষের ন্যায় কব্জি ধরবে না এবং হালকা (গোলাকৃতি) ও বানাবে না।
৫. রুকুর মধ্যে সামান্য ঝুঁকবে।
৬. রুকুর মধ্যে উভয় হাতের আঙ্গুলগুলো মিলিয়ে হাঁটুর উপর রাখবে।
৭. রুকু অবস্থায় কনুই পাঁজরের সঙ্গে চাপিয়ে রাখবে।
৮. রুকুর মধ্যে উভয় পা কিবলামুখি সোজা রাখবে।
৯. যথাসম্ভব চেপে এবং মাটির সঙ্গে মিশে সেজদা করবে।
১০. পেট রানের সাথে মিলিয়ে রাখবে।
১১. উভয় বাজু পাঁজরের সাথে মিলিয়ে রাখবে।
১২. কনুই মাটির সঙ্গে মিলিয়ে রাখবে।
১৩. সিজদার মধ্যে হাত পায়ের আঙ্গুল সমূহ কিবলার দিকে রাখবে, বরং ডান দিকে বের করে দিবে।
১৪. বসার সময় ডান দিকে বসবে।
১৫. উভয় পা ডান দিকে বের করে রাখবে।
১৬. আত্তাহিয়াতু এবং অন্যান্য ভাষার মধ্যে হাতের আঙ্গুলগুলো মিলিয়ে রাখবে।