আয় ছুটে আয় বীর মুজাহিদ
আয় ছুটে আয়
বীর মুজাহিদ
লেখক: জাকারিয়া
আয় ছুটে আয় বীর মুজাহিদ মুক্ত আলোর পানে
আধার রাতের বসুন্ধরা জাগল ভোরের গানে।
পাক পাখালী মধুর তান শুনিয়ে যায় কানে
হে মুজাহিদ, ঘুমিয়ে কেন শত্রু কিনা জানে।
তাশ, বুখারা দুশমনেরা সব নিয়েছে ছিনে
নাপাম বোমের কালবৈশাখী হানছে রাতে দিনে।
তোর শিরাতে বীর খালেদের বইছে খুনের ধারা,
রোম পারস্যের ইতিহাসকে মিটিয়ে দিল যারা।
জীবনটাকে বিলিয়ে দাওয়া আল কুরআনের ডাকে
এই পনেতে ঝাপিয়ে পড় শত্রু সেনার ঝাঁকে।