শবে ক্বদর হাসিল করার উপায়
শবে ক্বদর হাসিল করার উপায়
মুফতি মনসুরুল হক সাহেব (দা:বা:)
ক. রমজানের শেষের দশকে সুন্নাত ই'তিকফ অর্থাৎ ২০শে রমজান সূর্য ডোবার পূর্ব হতে ঈদুল ফিতরের চাঁদ দেখা পর্যন্ত মাসজিদে অবস্থান করা। পেশাব পায়খানা বা ফরজ গোসলের প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের না হওয়া।
খ. এটা সম্ভব না হলে অন্তত শেষ দশকের শুধু রাতগুলোতে মসজিদে নফল ই'তিকাফ করা। দিনে দুনিয়াবি পূর্ণ করা।
গ. এটাও যদি সম্ভব না হয় তাহলে শেষ দশকের ইশা ও ফজরের নামাজ গুরুত্বসহকারে জামা'আতের সাথে আদায় করা। এবং বেজোড় রাত্রিগুলোতে নফল নামাজ, তিলাওয়াত ইত্যাদি তুলনামূলক বেশি করা।