দাড়ি রাখার আদব ও সুন্নাত সুমূহ

দাড়ি রাখার আদব ও সুন্নাত সুমূহ


* এক মুষ্টি পরিমাণ লম্বা দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি মুন্ডানো বা এক মুখের চেয়ে কম রেখে ছাঁটা বা উপড়ানো হারাম। এক মঠের চেয়ে লম্বা হলে তা ছেঁটে ফেলানো জায়েয আছে। এরূপ চতুর্দিক থেকে সমান করার জন্য কিছু কিছু ছেঁটে ফেলা বৈধ আছে।

* দাড়ি রাখা সকল নবী-রাসূল, পীর-বুজুর্গদের তরীকা এবং পুরুষদের দায়েমী সুন্নাত।

*  দাড়ি এক মঠের চেয়ে খুব বেশী লম্বা রাখা সুন্নাতের খেলাফ।

* নিম দাড়ি (নীচের ঠোঁটের নিচের) দাড়ির হুকুম

* এসলাহ: দাড়ি তিনদিকে এক মুষ্টি পরিমাণ রাখা ওয়াজিব। যারা যারা দাড়ি ছেঁটে কিংবা এক মুষ্টির কম রাখে তাদের আজান ও ইমামতি করা জায়েয নেই।
—(ওসওয়ায়ে রাসূলে আকরাম স.)
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url