মা-বাবা তোমাদেরকে অনেক ভালবাসি


মা-বাবা তোমাদেরকে অনেক ভালবাসি


মার কোলে একদিন মাথা রেখে জিজ্ঞাসা করেছিলাম যে, মা কতদিন আমাকে এভাবে আগলে রাখবে? তখন মা উত্তরে বলেছিল: যত দিন না কেউ  আমাকে তাদের কাঁদে করে  নিয়ে না যাবে তত দিন।
প্রেম ভালোবাসা অন্ধ কেন হয় জানেন?আপনার মা আপনাকে না দেখেই ভালোবেসে ফেলেছিল।
আপনার ভাগ্যটা কখনো খারাপ হতো না
 যদি ভাগ্য লেখার হকটা মায়ের হাতে থাকতো ।
বাবা-মার অবদানে পার্থক্য একটাই মার অবদান বেঁচে থাকতে বোঝা যায় আর বাবার অবদান চলে গেলে বোঝা যায়।
বাবা সবসময় নিমপাতার মতই হয় doesn't matter সেটা কতটুকু তিতা, কিন্তু, ছায়া সব সময় ঠান্ডাই হয়।
মা যেটাই রান্না করুক না কেন, রাগ না দেখিয়ে খেয়ে ফেলবেন। কারণ, এই পৃথিবীতে এমনও মানুষ আছে, কারো মা নেই কারো  খাবার নেই। আপনি তাদের থেকে অনেক সুখী।
আল্লাহর কাছে একটি চাওয়া মা ছাড়া কোন ঘর না হোক কোন মা ঘর ছাড়া না হোক।
একটা কথা কি জানেন !!সমুদ্র আর বাবার মাঝে অনেক মিল রয়েছে, দুটোরই গভীরতা কখনো বোঝা যায় না।
যে মানুষটি আপনার জন্য হার মানতে পারে,সেই মানুষটির সামনে কখনো জিততে পারবেন না। সে হলো আপনার বাবা।
এই পৃথিবীতে অসম্ভব কাজ হচ্ছে বাবা-মার ভালোবাসার পরিমাণ খুঁজে বের করা।
দেখুন পানি গরম হতে সময় লাগে চাঁদ পূর্ণিমা হতে সময় লাগ, ঠিক তেমনি আপনার মরিচা পড়া ভাগ্যটা খুলতেও সময় লাগবে, যে সময়টা আপনার থাকা উচিত।

*মনে রাখবেন, পৃথিবীতে আমরা একবারই আসে তাই এমন আমল করুন যাতে দ্বিতীয়বার আসার ইচ্ছে না হয়
সম্মান আর প্রশংসা চাইলেই পাওয়া যায় না তা অর্জন করে নিতে হয়

*ঔষুধ পকেটে নয় আপনার শরীরে গেলে আপনি সুস্থ হবেন।

ঠিক তেমনি এরকম নীতিকথা মোবাইলে নয় আপনার ভিতরে থাকলে জীবন বদলে যাবে!

Next Post Previous Post
1 Comments
  • Nirob ahmed nirob
    Nirob ahmed nirob April 20, 2020 at 10:46 PM

    Onnk vlo laglo.. shundr post. Wirte
    Rer. Name ta diye diyen

Add Comment
comment url