সুন্নতের গুরুত্ব সম্পর্কে কোরআন ও হাদিসের কথা
সুন্নতের গুরুত্ব সম্পর্কে
কোরআন ও হাদিসের কথা
بسم الله الرحمن الرحيم
نحمده ونصلي على رسوله الكريم امابعد!
মুসলিম জাতির দুনিয়া ও আখেরাতের যাবতীয় কল্যাণ ও সফলতার একমাত্র পথ হলো- সকল কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সুন্নাতের অনুসরণ করা।
পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে,
مااتاكم الرسول فخذوه ومانهاكم عنها فانتهوا،
" রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে তা কিছু নিয়ে এসেছেন তা গ্রহণ কর এবং তা থেকে বারণ করেছেন তা থেকে বিরত থাকো।" -(সূরা হাশর, আয়াত(৭)
হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান:
من تمسك بسنتي عند فساد امتي فله اجر ماءه شهيد
"যে ব্যক্তি আমার উম্মতের ফিৎনা-ফাসাদের যমানায় আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে সে একশত শহীদের সওয়াব পাবে।" –মিশকাত
ইবাদত-বন্দেগী, লেনদেন, আচার-আচরণ, মুআমালা-মুআশারা, খানা- পিনা, নিদ্রা-জাগরণ ও বিবাহ-শাদী এক কথায় জীবনের সকল অঙ্গনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অনুপম আদর্শের দীপ্ত আলোক বর্তিকা আমাদের সামনে আছে। কেবলমাত্র সুন্নতের অনুসরণকারী গনই ইহ ও পরকালীন শান্তি ও মুক্তির রাজপথে চলার সৌভাগ্য অর্জন করবে। রূমীয়ে যামান শাহ্ হাকীম মুহাম্মদ আখতার (রহ.) বলেন:
نقش قدم نبی کی ہے جنت کی راستے،اللہ سے ملاتی ہے سنت کی راستے۔
কিন্তু বর্তমানে বেশীর ভাগ মুসলমানের জীবনে সুন্নতের অনুসরণ অনুকরণ নাই বললেই চলে। অথচ নিজেরকে উম্মত হিসেবে দাবি করছি। একদিকে সুন্নাতের প্রতি চরম অবহেলা আর অপর দিকে বিজাতীয়দের অন্ধ অনুসরণ অনুকরণ আমাদের মাঝে ঝুঁকে বসেছে। ইতিহাস স্বাক্ষী যতদিন মুসলমান সুন্নাতের উপর অটল ও অবিচল ছিল ততদিন সফলতা, কল্যাণ তাদের পদচুম্বণ করেছে। আজ উম্মত আছে সুন্নাত নেই। যার ফলশ্রুতিতে মুসলিম জাতির দূর্গতির কোন শেষ নাই।