আপনাকে কেন এত ভালবাসি ইয়া রাসুলাল্লাহ!

আপনাকে কেন এত ভালবাসি
ইয়া রাসুলাল্লাহ!
লেখক: ইয়াসিন আরাফাত



যে মানুষটা কে কখনো দেখিনি, যার কণ্ঠস্বর কখনো শুনিনি, যার পবিত্র সান্নিধ্যে উপস্থিত হওয়ার সৌভাগ্য হয়নি,
সে মানুষটার এবং আমার মাঝে চৌদ্দশ বছরেরও বেশি ব্যবধান। সে মানুষটা কেমন করে আমার এত আপন হয়ে গেল ?
যারা বোঝে না,তারা বিশ শতাব্দীতে বসবাস করা শত শত কোটি মানুষ মধ্যযুগের আরব সমাজের একজন ব্যক্তির প্রতি এত টান অনুভব করবে কিভাবে ? তাদের কেমন করে বুঝাবো ইয়া‌ রাসুলাল্লাহ!!! আপনাকে কেন এত ভালোবাসি! আপনার স্মরণে আজ শত কোটি অন্তর ভালোবাসায় ভোরে উঠে.. প্রতিটি মুহূর্তে পৃথিবীর কোন না কোন অঞ্চলে উচ্চারিত  হয় আপনার প্রশংসা... আপনাকে কেন এত ভালোবাসি তা তো ভাষায় প্রকাশ করা যাবে না। তবে যতটুকু ভালোবাসা আপনি প্রাপ্য, ততটুকু তো ভালবাসতে পারি না। কথায় আপনাকে যতটুকু ভালোবাসি কাজে তো তেমন করে ভালবাসতে পারি না। আপনার সুন্নতের অনুসরণ করি ঠিকই কিন্তু ভিন্ন মতের অনুসরণ কারীদের সাথে ঝগড়া না করে তো থাকতে পারিনা, ইবাদত নিয়মিত করতে পারলেও আপনার মত ইবাদতে  আন্তরিকতা আনতে পারি না।
 বাহ্যিক দিক দিয়ে আপনার অনুসরণ করলেও চারিত্রিক দিক থেকে আপনার থেকে শিক্ষা নিতে পারি না। ইয়া রাসুলাল্লাহ!ইয়া হাবিবাল্লাহ! ইয়া মোস্তফা! আমরা তো আপনার উম্মত হওয়ার যোগ্য নই, তবে আপনার রব তো ক্ষমাশীল,    আপনি আমাদের যতটুকু ভালবাসেন, আপনার রবকে তো তার চেয়েও আরো বেশি ভালোবাসেন। আপনি আমাদের ভুল ত্রুটি সম্পর্কে যতটুকু অবগত কিন্তু তিনি তার চেয়েও আরো বেশি অবগত, রবের অনুগ্রহের  দিকে তাকিয়ে অন্তরে যতটুকু ভালোবাসা রয়েছে আপনার জন্য সে ভালোবাসার দিকে তাকিয়ে, আজ বুকে আশা বেঁধে রইল। খুব শীঘ্রই আপনার দেখা পাবো, ইয়া রাসুলাল্লাহ! ইয়া হাবিবাল্লাহ!! আপনার হাতে হাউজে কাউসারের পানি পান করবো, জান্নাতে অনন্ত কালের যাত্রায় আপনার সঙ্গী হয়ে ঘুরে বেড়াবো। ইয়া রাসুলল্লাহ!!!



Next Post Previous Post
5 Comments
  • Unknown
    Unknown April 20, 2020 at 7:13 PM

    ماشاء الله عليك فرحت فرحا عظيما .
    يسرني ان تجتهد

  • Unknown
    Unknown April 20, 2020 at 7:13 PM

    Sotti onek valo Laglo vai

  • Unknown
    Unknown April 20, 2020 at 7:13 PM

    Sotti onek valo Laglo vai

  • Unknown
    Unknown April 21, 2020 at 3:52 AM

    Sotti onek valo Laglo vai

  • Unknown
    Unknown April 21, 2020 at 3:52 AM

    Sotti onek valo Laglo vai

Add Comment
comment url