বাবা তোমাকে অনেক ভালোবাসি

বাবা তোমাকে ভালোবাসি

মানুষটা মোমবাতির মত যে নিজে জ্বলে পরিবারকে আলো দেয়, সে মানুষটা হল বাবা।          যে,সন্তানের হাতে নতুন মোবাইল দিয়ে, নিজে পুরাতন মোবাইল ব্যবহার করে ।                                                                 
বাবারা সবসময় নিম পাতার মত হয়, কিন্তু, আমাদেরকে বড় বৃক্ষের মতো ছায়া দিয়ে থাকে।     
যার কারণে সূর্যের তাপটা আমাদেরকে ছুঁতে পারেনা। 
যাদের বাবা নেই তারা বুঝে এই পৃথিবীতে স্বাধীনভাবে চলতে বাবাকে কতটা প্রয়োজন।
 বাবারা হাসে না পরিবারের মুখে হাসি ফোটায় ।
আমরা যখন বাবার কাছে কিছু চাই তখন, সে চাওয়াটা পূরণ করতে দশজন মানুষের সামনে মাথানত করতে দ্বিধাবোধ করে না।
মাঝে মাঝে আমাদের বাবা আমাদের অনেক চাওয়া পূরণ করতে পারে না, তখন আমাদের অনেক খারাপ লাগে
কিন্তু,
আমাদের জানা নেই যে, আমাদের ইচ্ছে পূরণ না হওয়ায় আমরা যতটা কষ্ট পেয়েছি তার থেকেও বেশি কষ্ট পেয়েছে আমাদের বাবারা।.     
  i    l o v e    b a b a💘

        লেখক: মোহাম্মদ ইয়াসিন আরাফাত
Next Post Previous Post
1 Comments
  • Nirob ahmed nirob
    Nirob ahmed nirob April 16, 2020 at 1:28 AM

    My writing.

Add Comment
comment url