কোরআনের বাণী
কোরআনের বাণী
উমায়ের বিন শফী
ঘুমিয়ে থাকবে কত আর
মুসলমানের জামাত
জেগে ওঠ মুসলমান
গড়তে হবে সমাজ।
একত্ববাদ এর দাওয়াত পৌঁছাও
সত্য কথা বলে
মিথ্যা কথা ছাড়তে হবে
কুরআন পাকে বলে।
অসৎ পথে রুখে দাঁড়াও
আসল পথে চলো
দ্বীনের কথা সবাইকে বলে
মসজিদে নিয়ে আসো।
কুরআনে পাকে আবার বলে
ছাড়তে সুদ ঘুষ
বেদ'আতিদের দাওয়াত পেয়ে
নাইতো তাদের হুশ।
সকল কিছুর হিসাব নিবেন
আল্লাহ তা'আলা জানি
সকাল-বিকাল পড়বেন সবাই
কুরআন পাকের বাণী।