করোনা ভাইরাস ছড়ানোর রহস্যের কবিতা
করোনা ভাইরাস
ছেয়ে গেছে পুরা বিশ্ব,
ধনী-গরিবে নেই ভেদাভেদ-
ডাক্তার সব নিঃস্ব।
চীন দেশীদের বুদ্ধি পাহাড়
কোথায় তাদের ঙ্গানের বাহাড় -
আজ কেন তারা নিঃস্ব... ?
করোনা ভাইরাস ছেড়ে গেছে আজ-
ছেয়ে গেছে পুরা বিশ্ব ।
কুকুর,বিড়াল সব খেয়েছে-
চামচিকা করে রুল,
চামবাদুরের সুপ খেয়েছে-
পোকা-মাকড়ের ঝোল।
এতো কিছু সব খেয়েও কেন
বুদ্ধি-মত্তায় নিঃস্ব,
করোনা ভাইরাস ছেড়ে গেছে আজ-
ছেয়ে গেছে পুরা বিশ্ব।
কাব্যকারঃ হাসানুজ্জামান
রৌমারী , কুড়িগ্রাম
Wow